ভারত

ভালবাসার দিনে অফিসেই বিয়ে

কলকাতা প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১:৪১ পূর্বাহ্ন

বিয়েটা করতে চেয়েছিলেন ভালবাসার দিনেই। কিন্তু দু’জনেরই ব্যস্ততা এমন যে ছুটি মেলা ভার। অগত্যা বিহারের পাটনা থেকে পাত্রীই ছুটে এসেছিলেন পশ্চিমবঙ্গের হাওড়ায়। শুক্রবার উলুবেড়িয়ায় মহকুমা শাসকের অফিসেই পাত্র আইএএস অফিসার তুষার সিংলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পাত্রী আইপিএস নভোজিৎ সিমি। এদিন অবশ্য দুই পরিবারের কয়েকজনের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রিটাই হয়েছে। আগের দিন রাত আড়াইটায় স্থানীয় এক কালি মন্দিরে তারা দু’জন মালা বদল সেরে ফেলেছেন। বিয়েটা জাঁকজমকহীন হলেও খুশিমনে পাত্র-পাত্রী জানিয়েছেন, রিসেপশনে সকলকে আমন্ত্রণ করবেন। উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা ও পাটনায় কর্মরত এএসপি (ট্রেনিং) নভোজিৎ সিমি, কর্মসূত্রেই তাদের পরিচয় হয়েছিল। অবশ্য দু’জনই পাঞ্জাবের বাসিন্দা। পরিচয় থেকে পরিণয়ে পরিণতি পেতে বেশি সময় লাগেনি। কথা দেয়া ছিল, ভালবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে-তে বিয়ে করবেন। তবে কাজের চাপে ছুটি পাওয়া যাচ্ছিল না। দু’জনেরই কর্মব্যস্ত জীবন। অগত্যা বিয়ের জন্য কাজের জায়গাকেই বেছে নিয়েছিলেন পাত্র আইএএস অফিসার। পাত্রী ছুটে এসেছিলেন পাত্রের সঙ্গে হাত মেলাতে। শুক্রবার, ভালবাসার দিনে সকাল ১১টা নাগাদ সেখানেই হয়েছে বিয়ের রেজিস্ট্রি। দু’জন  কাজ সামলাচ্ছেন দেশের দুই রাজ্যে। সংসার করতে অসুবিধা কিনা জানতে চাওয়া হলে উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার বলেছেন, ২০২১ সালে পশ্চিমবঙ্গের ভোট মিটে গেলে মনের মানুষকে এখানে নিয়ে আসবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status