অনলাইন

৮-১৪ মার্চ ‘পুলিশ সেবা সপ্তাহ’

স্টাফ রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৭:১১ পূর্বাহ্ন

মুজিবর্ষ উপলক্ষে আগামী ৮-১৪ মার্চ ২০২০ পর্যন্ত সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে ‘পুলিশ  সেবা সপ্তাহ’ পালন করা হবে। গতকাল সকালে রাজধানীর ফুলবাড়িয়ার পুলিশ সদর দপ্তরে সম্মেলন কক্ষে ‘পুলিশ  হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে’ এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সভাপত্তিত্ব করেন পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সভায় মুজিববর্ষ উদযাপন, একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণ মামলা, ওয়ারেন্ট তামিল, মামলা ও জিডি রুজু, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশন, মাদক এবং পুলিশের প্রতি জনআস্থা ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে।  

সভায় আইজিপি বলেন, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ও পাসপোর্ট  ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে সঠিক রিপোর্ট প্রদান করতে হবে। এক্ষেত্রে কোন ব্যক্তি যেন হয়রানীর শিকার না হয়।  সভায় পুলিশের অতিরিক্ত আইজিপি সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এসবি) মীর শহিদুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (সিআইডি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি (এফএন্ডডি) মো. শাহাব উদ্দীন কোরেশীসহ সভায় সকল রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status