অনলাইন

রাঙ্গামাটিতে পৃথক নৌকাডুবিতে নিহত ৫, নিখোঁজ ৩

রাঙ্গামাটি প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৬:৩২ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ৫জনের নিহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার সকালে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। নৌকাডুবির সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারে নামে। পরে তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দেয়। এসময় পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রিনা আক্তার (৩২), শিলা আক্তার (২৭), আসমা আক্তার (২২) ও আফরোজা আক্তার (১৪)। আরেকজনের নাম জানা যায়নি। নিহতদের সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিনস গার্মেন্টসের কর্মী। তারা চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ছুটিতে ঘুরতে এসেছেন বলে জানা গেছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর জানিয়েছেন, এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় হাসপাতালে ৫ জনের মরদেহ আনা হয়েছে। এদিকে জেলার কাপ্তাই উপজেলার কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি পর্যটকবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবে গেছে। তাৎক্ষনিকভাবে আনন্দ ভ্রমনের ওই নৌকা  থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হলেও এখনো তিনজন শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুরা হলো- বিনয় (৫), দেবলীলা (১০), টুম্পা মজুমদার (৩)। এ ঘটনায় আহত কয়েকজনকে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপ্তাই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কাপ্তাইয়ে পৃথক নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজের খবর পেয়েছি। তাদের উদ্ধারে কাজ চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status