অনলাইন

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ঢাকায় ৫ জনকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৬:২১ পূর্বাহ্ন

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, ইতোমধ্যে কয়েকজন আক্রান্ত হয়ে মারা গেছে এধরণের গুজব ছড়ায়েছিলেন তারা।

এই পাঁচজন নিজেদের ভুল স্বীকার করে। সেইসঙ্গে সব ভুয়া খবর সরিয়ে ফেলে। তারা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোন ভুয়া তথ্য ছড়াবে না বলেও লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাতে ঢাকার আরামবাগ, মগবাজার ও রমনা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে মুচলেকা নিয়ে রাতেই তাদেরকে ছেড়ে দেয় সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, আমাদের মনিটরিং টিম যখন দেখেছে যে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে, তখন আমরা কয়েকটির সোর্স বের করি। এরপর আমরা তাদেরকে ডেকে এনে বুঝিয়েছি কাউন্সেলিং করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status