শিক্ষাঙ্গন

রাবিতে প্রতিবাদী র‌্যালি

প্রেম বঞ্চিত তারা

রাবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১২:৩৫ অপরাহ্ন

তুমি কে? আমি কে? বঞ্চিত, বঞ্চিত। প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না। এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী।

আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছন আমতালা থেকে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে। সমাবেশে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম জীম বলেন, আমারা কখনো প্রেমের বিরুদ্ধে নয়। তবে বর্তমানে ১৪ই ফেব্রুয়ারিতে প্রেমের নামে যে অশ্লীলতা হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদী র‌্যালি করেছি। একজন অনেক জনের সাথে প্রেম করে এটির বিরুদ্ধে আমরা।

ভালোবাসা দিবস উপলক্ষ্যে এই ব্যতিক্রমী কর্মসূচিসহ আরো গণস্বাক্ষর, সেচ্ছায় রক্তদান কর্মসূচি, পথ শিশু ও দুস্থদের একবেলা খাবারের আয়োজন করেছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি নুরুল ইসলাম জিম ও সাধারণ সম্পাদক তন্ময় রশিদ নেতৃত্বে এ সময় দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরকুমার সংঘ একটি র‌্যালি ও মহা সম্মেলন করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status