খেলা

আবারো জুভেন্টাসকে বাঁচালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১১:২৩ পূর্বাহ্ন


নিজে গোল করেও জুভেন্টাসকে জেতাতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। লীগে সর্বশেষ তিন ম্যাচের দুটিতে রোনালদোর গোলের পর হেরেই গেছে জুভেন্টাস। বৃহস্পতিবার ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে তবু ভাগ্যটা একটু ভালো। শেষ মুহূর্তে রোনালদোর পেনাল্টিতে এসি মিলানের মাঠে ম্যাচটা ১-১ গোলে ড্র করে ফিরেছে জুভেন্টাস।  ড্র করলেও অ্যাওয়ে গোলের বাড়তি সুবিধা নিয়ে ফিরছে দলটি।
৬২ মিনিটে আন্তে রেবিচের গোলে এগিয়ে যায় মিলান। শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারেনি। আরেকটি বড় ধাক্কা খেয়েছে দলটি। নিষেধাজ্ঞার কারণে জুভেন্টাসের মাঠে ফিরতি লেগে তারা পাবে না জ্লাতান ইব্রাহিমোভিচকে। পাউলো দিবালাকে ফাউল করায় ডিফেন্ডার থিও হার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ৭১ মিনিটে, ১০ জনের দল হয়ে যায় মিলান।
শেষদিকের পেনাল্টি দেওয়া উচিত হয়নি মন্তব্য করেন মিলান কোচ স্টেফানো পিওলি, ‘পেনাল্টির ঘটনার ঠিক আগ মুহূর্তে ইব্রাকে করা ফাউলটা দেওয়া হয়নি। রেফারি হস্তক্ষেপ করলে খেলাটা তখনই থামতো। পারফরম্যান্সে আমি খুশি কিন্তু ফলাফলে হতাশ।’ সান সিরোতে প্রথমবার ইব্রাহিমোভিচ ও রোনালদোর মুখোমুখি লড়াই উত্তেজনা ছড়িয়েছিল। ২০১৫ সালে শেষবার দুজন মুখোমুখি হয়েছিল, যখন পিএসজি খেলেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ইতালিয়ান কাপ সেমিফাইনালে রেকর্ড প্রায় ৭৩ হাজার দর্শক উপস্থিত ছিল।
 পেনাল্টির আগে রোনালদোকে মিলানের ডিবক্সে খুব একটা দেখা যায়নি। অন্যদিকে ইব্রা কয়েকবার আক্রমণ চালান। তবে প্রথমার্ধের হলুদ কার্ডে তিনি ৪ মার্চ ফিরতি লেগ খেলতে পারবেন না। তুরিনোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আগের হলুদ কার্ড পান সুইডিশ স্ট্রাইকার।
ইব্রাহিমোভিচের নিষেধাজ্ঞা ও ১০ জনের দলের হতাশা মিলান কাটাতে পারতো জিতে। কিন্তু হলো না। রোনালদোর সিসর-কিক ভলি কালাব্রিয়ার হাতে লাগলে রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন। পর্তুগিজ উইঙ্গার ঠান্ডা মাথায় টানা ১১তম ম্যাচে গোল করেন। সব ধরনের প্র্রতিযোগিতায় ১৪ ম্যাচে তার এটি ছিল ১৩তম গোল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status