বাংলারজমিন

আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৪২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইউপি চেয়ারম্যানরা। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়নের চেয়ারম্যান তার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন গত বুধবার। এরআগে মঙ্গলবার পরিষদের এক সভায় আড়াইসিধা ইউপি চেয়ারম্যান মো. সেলিমের সঙ্গে দুর্ব্যবহার করেন উপজেলা চেয়ারম্যান। শুধু তাই নয়, চেয়ারম্যান সেলিমকে মারধর করতে হানিফ মুন্সি উপজেলায় ডেকে আনেন তার ভাইয়ের ছেলেকে। সে এসেও হুমকি দেয় ওই ইউপি চেয়ারম্যানকে। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয় ইউপি চেয়ারম্যানদের মধ্যে। এর প্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যানরা। এতে  আড়াইসিধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম  ছাড়াও  উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, তালশহর  ইউনিয়নের  চেয়ারম্যান আবু সামা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, শরীফপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী, তারুয়া  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান ইদ্রিস হাসান, চরচারতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার। তারা বলেন, হানিফ মুন্সী উপজেলা  চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর  থেকেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে চেয়ারম্যানদের সঙ্গে বিবাদ করছেন। তার সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত করলেই চেয়ারম্যানদের অশালীন গালাগাল ও দুর্ব্যবহার করছেন। বিভিন্ন সময় এই বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন তারা। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্প সংক্রান্ত বিষয়ে পরিষদের এক সভায় আড়াইসিধা চেয়ারম্যান মো. সেলিমের দেয়া বক্তব্যে দ্বিমত পোষণ করে উপজেলা চেয়ারম্যান চিৎকার করে তাকে গালাগাল করতে শুরু করেন। চিৎকার করে কথা বলতে বারণ করলে উপজেলা চেয়ারম্যান তাকে বলেন-‘তুই বেশি বাইরা গেছোছগা’। এরপর চেয়ারম্যান তার ভাতিজা পায়েল মুন্সিকে সেখানে ডেকে আনেন এবং  চেয়ারম্যান সেলিমকে শায়েস্তা করতে নির্দেশ দেন তাকে। এঘটনায় অন্য চেয়ারম্যানরা প্রতিবাদ করলে তাদের সঙ্গেও অশালীন আচরণ করেন হানিফ মুন্সি। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অতি দ্রুত উপজেলা চেয়ারম্যান  হানিফ মুন্সীর অপসারণ দাবি করেন সংবাদ সম্মেলনে চেয়ারম্যানরা। তা না হলে কঠোর আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন  তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status