বিনোদন

শাকিব খানের আহ্বান

স্টাফ রিপোর্টার

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:০৫ পূর্বাহ্ন

দেশজুড়ে আজ ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ও গুণী নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত চলচ্চিত্র ‘বীর’। এর আগে বুধবার সন্ধ্যায় ছবির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক, নায়ক আলমগীর, শাকিব খান, মিশা সওদাগর, ইমন, নিরব, নাদিম, পরিচালক সোহানুর রহমান সোহান, মালেক আফসারী, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম প্রমুখ। শাকিব খানের এসকে ফিল্মসের প্রযোজনায় তৃতীয় সিনেমা ‘বীর’। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, চলচ্চিত্র ধ্বংস করেছেন চলচ্চিত্রের লোকেরাই। চলচ্চিত্র সিন্ডিকেটদের কারণেই বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। চলচ্চিত্র সংকট কাটাতে হলে ভালো সিনেমা নির্মাণ করতে হবে। সেটা আমাদের হচ্ছে না। আগে সেগুলো ঠিক করতে হবে। তাহলেই সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। শাকিব খান বলেন, এখন থেমে থাকার সময় নেই। কারণ, পাশে পেয়েছি আমার বড় ভাই ফারুক সাহেব, আলমগীর সাহেবদের মতো সুপারস্টার অভিনেতাদের। তারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন। তাদের উৎসাহে আমি উজ্জীবিত। এখন আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। আগে যেমন প্রতিবছরে ২০-২৫টি ছবিতে অভিনয় করতাম, সেভাবেই কাজ করতে হবে। নিজের প্রোডাকশন থেকে নিয়মিত ছবি বানাবো এবং অন্য প্রযোজক যারা বসে আছেন, তাদের ফিরিয়ে আনতে সহযোগিতা করব। অনুষ্ঠানে কাজী হায়াৎ বলেন, এটা আমার ৫০তম সিনেমা। এই ছবি করতে গিয়ে অনেকের প্রতি রাগান্বিত হয়েছি, বকা দিয়েছি; প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। একটা সময় আবেগপ্রবণ হয়ে কাজী হায়াৎ বলেন, ‘বীর’ এর পর আবার অ্যাকশন-কাট বলে ছবি নির্মাণ করতে পারবো কি না, এর কোনো গ্যারান্টি নেই। কতদিন বাঁচব জানি না। হয়তো ‘বীর’ আমার শেষ ছবি। আমার বিশ্বাস, কেউ সিনেমাটি দেখে হতাশ হয়ে ফিরবেন না। শাকিব তার প্রযোজনার ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। কথাগুলো বলেই কেঁদে ফেলেন কাজী হায়াৎ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শাকিবের উদ্দেশ্যে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, অভিনেতা শাকিব খানকে অনুরোধ করে বলছি, বছরে অন্তত ছয়টা ছবি নিজে বানাবেন এবং যেসব প্রযোজক বসে আছেন, তাদের যেভাবে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করবেন। অনুষ্ঠানে ‘বীর’ ছবির জন্য শুভ কামনা জানান চিত্রনায়ক ফারুক, আলমগীরসহ সকল অতিথি। শাকিব খান ও ইকবাল প্রযোজিত ‘বীর’ ছবিতে আরো অভিনয় করেছেন বুবলী, মিশা সওদাগর, দুলারী, শিশুশিল্পী সুনান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status