বাংলারজমিন

শাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়

শাবি প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র নির্বাচনে আওয়ামী শিক্ষকদের দুইটি প্যানেল থেকে শিক্ষকবৃন্দ জয়লাভ করেছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম। নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, কোষাধ্যক্ষ পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন ও যুগ্ম সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় নির্বাচিত হয়েছেন।   
এ ছাড়া সদস্য পদে প্রাপ্ত ভোটের আলোকে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী (১ম), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ (২য়), ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সায়েম (৩য়), গণিত বিভাগের প্রভাষক এস এম সাইদুর রহমান  (৪র্থ), নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা (৫ম), রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ (৬ষ্ঠ যৌথভাবে) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগ-বামপন্থি ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে সভাপতি, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক ও একটি সদস্য পদে (যৌথভাবে) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামীপন্থি শিক্ষকদের অন্য প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ ৬টি সদস্য পদে (১টি যৌথভাবে) নির্বাচিত হয়েছেন। জানা যায়, ১টি পদে সমান ভোট পেয়ে অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও অধ্যাপক জহির উদ্দিন আহমেদ যৌথভাবে ৬ষ্ঠ হয়েছেন। তারা সমিতিতে উভয়েই ছয় মাস করে দায়িত্ব পালন করবেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status