বাংলারজমিন

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ছেড়ে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হকের বিরুদ্ধে। গতকাল সকালে আশুলিয়ার চিত্রাশাইল এলাকায় অভিযুক্ত প্রধান আসামির নিজ বাড়ি থেকে তাকে আটক করেন ওই এস আই। পরে তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেন মামলার বাদী আমির হোসেন। আমির হোসেনের বলেন, গত ১২ই জানুয়ারি সন্ধ্যায় চিত্রাশাইল এলাকায় তাদের ভাড়া বাড়ি থেকে ছেলে আবুল কাশেম এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সদস্য শরিফ ও ওয়ার্ড যুবলীগের নেতা মাসুমসহ ১০/১২ জন তার উপর হামলা চালিয়ে মারধর ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে এতদিন আসামিরা পলাতক ছিলো। সকালে এসআই একরামুল হক প্রধান আসামি শরিফকে তার নিজ বাড়ি থেকে আটক করেন এবং পরে কৌশলে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন। এ ব্যাপারে এসআই একরামুল হক বলেন, প্রধান আসামিকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ অসত্য।
তবে সকালে প্রধান আসামির বাড়িতে অভিযান চালানোর কথাটি স্বীকার করেন তিনি। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status