দেশ বিদেশ

১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

অর্থনৈতিক রিপোর্টার

১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:১২ পূর্বাহ্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন প্রায় ৩০ শতাংশ বেড়ে ৬৫৭ কোটিতে অবস্থান করছে। যা গত ১১ মাসের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন । এর আগে ২০১৯ সালের ১৩ই মার্চ ডিএসইতে ৭০৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো। এরপর গত বছরে পুঁজিবাজারে দীর্ঘ মন্দায় ?সূচকের সঙ্গে লেনদেনও তলানিতে নেমেছিল। বেশিরভাগ সময়ই ডিএসইর লেনদেন ২০০ থেকে ৪০০ কোটি টাকাতে অবস্থান করেছিল। আর মাঝে মাঝে লেনদেন ৫০০ কোটির ঘর অতিক্রম করলেও ৬০০ কোটিতে পৌঁছাতে পারেনি। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৬৫৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৫১ কোটি ৩৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৫০৫ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৮০ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৬ পয়েন্টে। ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৩২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status