শিক্ষাঙ্গন

এসএসসি ও সমমানের পরীক্ষা

তৃতীয় দিনে অনুপস্থিত ১০,৮৫৩

স্টাফ রিপোর্টার

৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:২৪ পূর্বাহ্ন

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ১০ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী। এসএসসি’র ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ৫ হাজার ৮৬৯ জন। মাদ্রাসা বোর্ডের আরবি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪ হাজার ৯৮৪ পরীক্ষার্থী। আর দুজন শিক্ষকসহ এসএসসি’তে বহিষ্কারের সংখ্যা ৮১। মাদ্রাসায় বহিষ্কার হয় ৫ জন পরীক্ষার্থী।


বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। আজ এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ঢাকা বোর্ডের ১ হাজার ৬৫৮ জন, চট্টগ্রাম বোর্ডে ৫৫০ জন, রাজশাহী বোর্ডে ৬৯৮ জন, বরিশাল বোর্ডে ৪৩৭ জন, সিলেট বোর্ডে ৩৯৪ জন, দিনাজপুর বোর্ডের ৫১২ জন, কুমিল্লা বোর্ডের ৪১০ জন, ময়মনসিংহ বোর্ডে ৫৩৬ জন এবং যশোর বোর্ডে ৬৭৪ জন পরীক্ষার্থীসহ মোট ৫ হাজার ৮৬৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৪০ শতাংশ। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতির হার ২ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া এদিন ঢাকা বোর্ডের ৩৫ জন, রাজশাহী বোর্ডের ৪ জন, বরিশাল বোর্ডে ৬ জন, সিলেট বোর্ডে ৩ জন, দিনাজপুর বোর্ডে ১৫ জন, কুমিল্লা বোর্ডে ৬ জন, ময়মনসিংহ বোর্ডে ৫ জন এবং যশোর বোর্ডে ৫ জনসহ মোট ৭৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনৈতিক কাজের জন্য দিনাজপুর বোর্ডের দুজন দায়িত্বরত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status