অনলাইন

এসডো’র প্রতিবেদন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে পোস্টার থেকে ২৫০০ টন বর্জ্য উৎপাদন

স্টাফ রিপোর্টার

২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৫:৫৫ পূর্বাহ্ন

ঢাকা শহরে প্রতি বছর বিভিন্ন উৎস থেকে গড়ে প্রায় দশ হাজার টনের উপর লেমিনেটেড প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন হয় যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়া আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরুর প্রায় ১২ দিনের মধ্যেই ২৪৭২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে। এসডো বাংলাদেশে লেমিনেটেড পোস্টার, লিফলেট, স্টিকার ব্যবহারের উপর ভিত্তি করে “থারমাল ল্যামিনেশন ফিল্মস : অ্যান ইনসাইজিং হেলথ হ্যাজার্ডস অ্যান্ড এনভায়রনমেন্টাল হ্যাবক অব ঢাকা সিটি” শীর্ষক একটি গবেষণা সম্পন্ন করে। আজ এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)-এর প্রধান কার্যালয়ে এই গবেষণায় পাওয়া তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে মোট ৭১৪৫ দশমিক ২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে। ২০২০ সালে আনুমানিক ১০৪৩৮ টন উৎপন্ন হবে যেগুলো পূর্ণপ্রক্রিয়াজাতকরণ সম্ভব নয়। এসডো মানবস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে জোর দেয়। বিশেষভাবে ২রা ফেব্রুয়ারি, ২০২০ তারিখ থেকে মাসব্যাপী অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা, অন্যান্য বাণিজ্যিক প্রদর্শনীতে লেমিনেটেড পোস্টার, লিফলেট এবং স্টিকার বিতরণ নিষিদ্ধ করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।

ব্রিফিংয়ে এসডো’র চেয়ারপার্সন সৈয়দ মার্গুব মোর্শেদ জানান,  এসডো তাদের গবেষণা ঢাকা’র দুই সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় লেমিনেটেড পোস্টার এবং অন্যান্য “প্লাস্টিক কোটেড” পণ্য ব্যবহারের উপর ভিত্তি করে গবেষণা শুরু করে।  এর ভিত্তিতে চলতি বছরের ২২শে জানুয়ারি উচ্চ আদালতের আদেশ অনুসারে কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে আহবান জানান। এছাড়াও উচ্চ আদালত বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উৎপাদিত এবং বিলি করা লেমিনেটেড পোস্টারের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন। এসডো আশা করছে যে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এ ধরণের প্লাস্টিকের ব্যবহার বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসডো ঢাকা শহরের সম্ভাব্য লেমিনেটেড প্লাস্টিক বর্জ্যের প্রধান ৬টি উৎস ধরে নিয়ে তার উপর গবেষণা চালায়। যার মধ্যে রয়েছে- ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, খবরের কাগজের সঙ্গে দেয়া প্রচারপত্র, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, অমর একুশে বইমেলা, অন্যান্য বড় পরিসরের মেলা/প্রদর্শনী, রেস্তোরা, বিউটি পার্লার ও অন্যান্য বাণিজ্যিক বিজ্ঞাপনে বিতরণ করা লিফলেট। এ বছর নির্বাচনী পদপ্রার্থীরা প্রচারণার উদ্দেশ্যে আনুমানিক ৩০৪ মিলিয়ন প্লাস্টিক লেমিনেটেড পোস্টার ছেপেছেন। এছাড়াও প্রচারণায় ব্যবহৃত স্টিকার, সাধারণ কার্ড, স্বেচ্ছাসেবকের পরিচয়পত্র তৈরিতেও লেমিনেটেড প্লাস্টিকের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা যায়, আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরুর প্রায় ১২ দিনের মধ্যেই ২ হাজার ৪৭২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে।

 দৈনিক খবরের কাগজ ঢাকা শহরে লেমিনেটেড প্লাস্টিক ছড়ানোর আরেকটি উৎস। এসডো’র গবেষণায় দেখা যায়, সর্বাধিক প্রচলিত খবরের কাগজগুলোর সঙ্গে দৈনন্দিন হারে অন্ততপক্ষে একটি করে বিজ্ঞাপনী প্রচারপত্র দেয়া হয়। খবরের কাগজগুলোর সঙ্গে থাকা বিজ্ঞাপনী প্রচারপত্র থেকেই প্রায় বছরব্যাপী ২২৭ টন বর্জ্য উৎপন্ন হয়। গবেষণাটিতে ১১টি প্রধান বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র বিবেচনা করা হয়।

অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব ড. শাহরিয়ার হোসেন জানান, পরবর্তীতে ফেলে দেয়া এই বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য প্লাস্টিক দূষণের অংশীদার হবে। এসব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, পরিবেশ বিপর্যয় ঘটবে, এছাড়া বায়ু ও পানিবাহিত রোগ ছড়িয়ে কারণ হয়ে দাঁড়াবে।

বর্তমানে এসডো’র মূল লক্ষ্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা। এরপ্রেক্ষিতে কর্তৃপক্ষ পলিথিন ব্যাগ নিষিদ্ধ এবং ২০২১ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আদেশ জারী করা। অনুষ্ঠানে এসডো’র প্রধান টেকনিক্যাল অ্যাডভাইজর ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক আবু জাফর মাহমুদ, এসডো’র নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা, নির্বাহী বিভাগীয় সদস্য শাহনাজ মনির সহ এসডো’র গবেষণা সদস্যরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status