শেষের পাতা

জনগণের খেদমতে নিজেকে উৎসর্গ করবো

স্টাফ রিপোর্টার

২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

জনগণের খেদমত এবং তাদের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক  হোসেন। বিগত জাতীয় নির্বাচনের মত মামলা-হামলা করে মাঠ খালি করার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। গতকাল ১৯তম দিনের প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এদিন দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

পরে বিকাল তিনটায় খিলগাঁও থানার জোড় পুকুর মাঠ চত্ত্বর থেকে প্রচারণা ও গণসংযোগ দিয়ে দিনের প্রচারণা শুরু করে পর্যায়ক্রমে খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মতিঝিল, শাহজাহানপুর, পল্টন থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা শেষ করেন।
এদিন জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ শ্যামল দত্তের পরিচালনায় সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ডেইলি অবজারভার -এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহীদ বক্তব্য রাখেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, এডভোকেট তৈমূর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইশরাক হোসেন বলেন, গত ১৮ দিন ধরে আপনারা আমার নির্বাচনী প্রচারণার কাজ নিরলসভাবে জনগণের সামনে তুলে ধরছেন, সেজন্য আমি সাংবাদিক ভাইবোনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইশরাক হোসনে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল- জনগণ হবে দেশের মালিক, জনগণ হবে ক্ষমতার মালিক। আমি মুক্তিযুদ্ধের সেই চেতনা ধারণ ও বিশ্বাস করি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা বিশ্বের সবচেয়ে অবাসযোগ্য নগরী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বায়ু দূষণ, নারী-শিশুদের জন্য অনিরাপদ শহরের তালিকায়ও ঢাকা এক নম্বরে। আমি ঢাকার সন্তান। এই সমস্যাগুলোর মধ্য দিয়ে ঢাকাবাসীর সঙ্গে আমিও বেড়ে উঠেছি। এ সমস্যাগুলো আমার জানা। নির্বাচিত হলে এই শহরকে বাসযোগ্য করার জন্য যা যা করণীয় সব করব। জনগণের খেদমত এবং নগরবাসীর উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করে দিব।

বিএনপি একটি উদার-গণতান্ত্রিক দল উল্লেখ করে ইশরাক বলেন, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে এবং নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাসী। তাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক সেটাই আমাদের প্রত্যাশা। ইভিএম-এর কার্যকারিতা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জানানো হয়েছে। সেটাতে স্পষ্ট হয়েছে যে, ইভিএম-এর মাধ্যমে ভোট কারচুপি ও বড় ধরনের জালিয়াতি সম্ভব। তারপরও আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দল। গনতন্ত্র পুনরুদ্ধারের অন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। রোববারের নির্বাচনী প্রচারণায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন গত আঠারো দিন ধরে আমরা শান্তিপূর্ণ প্রচারণা চালিয়ে আসছি। বিভিন্ন এলাকায় গিয়েছি, এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তাদের দুঃখ দুর্দশার কথা জেনেছি। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন।

ওইসব এলাকায় আওয়ামী লীগ এবং তাদের সমর্থিত কাউন্সিলরদের সঙ্গে আমি দেখা করেছি, কথা বলেছি, মতবিনিময় করেছি। কিন্তু গতকাল প্রচারণা শেষে ৪১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর-এর নির্বাচনী প্রচারণার ক্যাম্পের সামনে দিয়ে আসার সময় অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়। এতে তিনজন সাংবাদিকসহ ১২ জন নেতাকর্মী আহত হন। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, আমরা গতকাল থেকে আশঙ্কা করেছিলাম যে, আমাদের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করবে। সেটাই হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রায় পাঁচ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়ারী থানায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। এ বিষয়ে গতকাল আমরা নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে জানিয়েছি। নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহবান জানাবো নির্বাচনের প্রচারণা সমানভাবে করার সুযোগ আমাদের দেয়া হোক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status