শেষের পাতা

বিএনপি’র প্রার্থীরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন

স্টাফ রিপোর্টার

২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

আধুনিক ও সচল ঢাকা গড়তে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী  শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে এই অচল ঢাকাকে আমরা সচল করবো। একটি আধুনিক শহর গড়ে তুলবো। সর্বাধুনিক ঢাকা গড়ে তুলে সকল প্রকার নাগরিক সেবা নিশ্চিত করা হবে। গতকাল সোমবার ডেমরা সারুলিয়া এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে তিনি এসব কথা বলেন।

এসময় তাপস আরও বলেন, যেসব নতুন ওয়ার্ড ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে সেসব ওয়ার্ডে নগরের সব আধুনিক সুবিধাসহ সকল প্রকার নাগরিক সেবা প্রদানে নিয়োজিত থাকবো। আর অবকাঠামোগত সব ধরনের উন্নয়নসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে বিএনপির প্রার্থীরা পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তারা সংঘর্ষ বাধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে পাঁয়তারা করছে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। নিজেরাই নিজেদের উপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।

তিনি বলেন, সারা ঢাকায় নৌকার জোয়ার উঠেছে। আগামী ১ তারিখের নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী দিশেহারা হয়ে পড়েছেন। আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, নির্বাচিত হলে ঢাকাকে উন্নত রাজধানীর অংশ করতে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা নেয়া। আমরা ঢাকাবা?সীর উন্নয়নের জন্য যে রূপরেখা দিয়েছি তা সাদরে গ্রহণ করেছে মানুষ। এই এলাকায় আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবো। উন্নত টাকা গড়ার লক্ষ্যে আমরা ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আধুনিক নগরীতে রূপা?ন্তরিত করতে মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করবো। নির্বাচিত হলে প্রথম ৯০ দিনের মধ্যে সব নাগরিক সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেবো। আমরা যেখানে যাচ্ছি জনসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশা করি, আগামী ১লা ফেব্রুয়ারি ঢাকাবাসী বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করবেন। তাপস বলেন, আমরা নির্বাচিত হলে দায়িত্বগ্রহণের সাথে সাথে ঢাকাবা?সীর সব নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবো।

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে জনমনে শঙ্কা আছে কী না জানতে চাইলে তিনি বলেন, ইভিএম ভোট দেয়ার আধুনিক পদ্ধতি। ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনও শঙ্কা নেই। এটি তারা সাদরে গ্রহণ করেছেন। এর আগে তাপসের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সকাল থেকে সারুলিয়া এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে শেখ ফজলে নূর তাপস উপস্থিত হলে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে শুভেচ্ছা জানান তারা। পড়ে আশপাশের এলাকায় গণসংযোগ শুরু করেন তাপস। হাজী নগর এলাকায় পথসভার পর ৬৮ নম্বর ওয়ার্ডসহ আশাপাশের ওয়ার্ডগুলোতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তাপস। এ সময় তিনি আওয়ামী লীগ সমর্থিত ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসানসহ আশপাশের ওয়ার্ডগুলোর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীসহ সর্বস্তরের হাজারও নেতাকর্মী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status