শিক্ষাঙ্গন

স্টামফোর্ডে মোনাজাতউদ্দিন স্মারক বক্তৃতা

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৬:৩৮ পূর্বাহ্ন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ও জেআরএন বুকবাজের আয়োজনে স্টামফোর্ডে মোনাজাতউদ্দিন স্মারক বক্তৃতা  অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ‘গ্রামীণ সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা সভায় মূল আলোচক ছিলেন টিভি টুডে’র এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল। আলোচক ছিলেন একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান এবং উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান।
মনজুরুল আহসান বুলবুল তার বক্তব্যে মোনাজাতউদ্দিনকে স্মরণ করে তার সাথে নানান স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা উল্লেখ করেন । সাংবাদিকতাকে তিনি সাগরের মাঝে নৌকার সাথে তুলনা করে বলেন, এখানে চ্যালেঞ্জ থাকবেই । এগুলো অতিক্রম করে যে যেতে পারবে সে-ই সফল হতে পারবে । রিপোর্টারের কোনো সীমা নেই । এখন সবার বিশ্বাস অর্জন করাই সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ । এসময় তিনি সরকার কর্তৃক গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন আইনেরও সমালোচনা করেন ।
একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে ঢাকাকেন্দ্রিক সাংবাদিকরা অনেক সুযোগসুবিধা পেলেও মফস্বল সাংবাদিকরা অবহেলিত থেকে যায়। গণমাধ্যমের অবকাঠামোগত অনেক পরিবর্তন প্রয়োজন ।
উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু বলেন, শুধু পড়ালেখার জন্য মোনাজাতউদ্দিনকে চর্চা করার প্রয়োজন নেই। সত্যিকার সাংবাদিকতা শিক্ষার জন্য মোনাজাতউদ্দিনকে পড়া, চর্চা করা ও ধারণ করা প্রয়োজন। প্রান্তিক মানুষের জীবন স্বাভাবিক সময়েও অনেক অস্বাভাবিক থাকে। কিন্তু বিশেষ মুহূর্ত ছাড়া সেদিকে সাংবাদিকদেরকে নজর দিতে দেখা যায় না। তথ্যপ্রযুক্তির কারণে গ্রামীণ সাংবাদিকতা এখন অনেক বেশি সহজ হলেও খুব কম মানুষই গ্রামীণ সাংবাদিকতায় আগ্রহী হচ্ছে।

মোনাজাতউদ্দিন সম্পর্কে স্মৃতিচারণ করে তিনি বলেন, তার ছিল অনুসন্ধিৎসু মন, প্রান্তিক আগ্রহ আর বিশেষ খবরে চোখ । সংবাদ সংগ্রহ, লেখা ও প্রেরণে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন তিনি । তার খবরে মানুষকে মানুষরূপে দেখার মতো বর্ণনা পাওয়া যেত ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, দিলশাদ হোসেন দোদুল, প্রভাষক নওশিন জাহান। সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ হাসান ওয়ালীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status