শিক্ষাঙ্গন

কুবির প্রথম সমাবর্তন ঘিরে উৎসবের আমেজ

মো. জয়নাল আবেদিন, কুবি প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ১২:০৬ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। পাশাপাশি সমাবর্তনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে লালমাই পাহাড়ের পাদদেশে গড়ে উঠা মধ্য পূর্বাঞ্চলের সর্বোচ্চ এ বিদ্যাপীঠ ও তার আশপাশের এলাকা। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৩ বছরে মূল ফটক নির্মাণ করা হয়নি। আবার  সমাবর্তনে কৃত্রিম গেইট (আর্টিফিসিয়াল) নির্মাণের আশ্বাস দিলেও তা নির্মাণ করা হয়নি। তবে ফটকের সামনে নামমাত্র ফেস্টুন গেইট দেয়া হয়।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে অষ্টম ব্যাচ পর্যন্ত ২ হাজার ৮৮৭ জন গ্র্যাজুয়েট অংশ নিতে যাচ্ছেন। যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ১ হাজার ৬৬৫ জন। সমাবর্তনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সভাপতিত্বে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে রাস্তার দু’ধারে ও জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে ফুল দিয়ে সাজানো হয়েছে। সমাবর্তনস্থল কেন্দ্রীয় খেলার মাঠ, পরিবহন মাঠ নতুনভাবে সাজানো হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন থেকে নেয়া হচ্ছে গ্র্যাজুয়েট বরণের কর্মসূচি।

সমাবর্তনে নিমন্ত্রিত গ্র্যাজুয়েটদের সাড়ে ১২টা থেকে ২টার  মধ্যে আসনগ্রহণ করবেন। পর্যায়ক্রমে আমন্ত্রিত অতিথিদের আসনগ্রহণ, সমাবর্তন শোভাযাত্রা, প্রেসিডেন্টের আগমন ও জাতীয় সংগীত, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, সমাবর্তনের অনুষ্ঠান উদ্বোধন, বিশ্ববিদ্যালয় ভিসি’র স্বাগত বক্তব্য, চ্যান্সেলর কর্তৃক ডিগ্রি প্রদান, স্বর্ণপদক প্রদান, অতিথির বক্তব্য, সমাবর্তন বক্তার বক্তব্য, ক্রেস্ট বিনিময়, প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের ভাষণ, সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা, জাতীয় সংগীত এবং প্রেসিডেন্টের সমাবর্তনস্থল ত্যাগের মধ্যে দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষ হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সমাবর্তন কমিটির সদস্য সচিব ড. মো. আবু তাহের জানান, প্রথম সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে খুশির আমেজ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে অষ্টম ব্যাচ পর্যন্ত ২ হাজার ৮৮৭ জন গ্র্যাজুয়েট অংশ নিতে যাচ্ছেন। যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ১ হাজার ৬৬৫ জন। সমাবর্তনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেবেন।

এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জয়প্রিয় শিল্পী জেমস, সংগীত ব্র্যান্ডদল এনকোরসহ প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কৃত্রিম (আর্টিফিসিয়াল) গেইট নির্মাণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রবেশধারে নামমাত্র ফেস্টুন গেইট করা হয়। বিভিন্ন সময়ে সমাবর্তনে কৃত্রিম গেইট নির্মাণ করা হবে বলে গণমাধ্যামে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের।  কৃত্রিম (আর্টিফিসিয়ালি) গেইট নির্মাণ না করায় সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানভিরুল হোসাইন বলেন,  সমাবর্তন পাওয়া প্রতিটি শিক্ষার্থীদের গর্বের। সেই সমাবর্তনে ফোকাসে থাকে সমাবর্তনের গেইট কিন্তু সেটাও করা হয় নাই। আমাদের থেকে ৪৫০০ টাকা চাঁদা নেয়া হয়েছে সেই পরিমাণ প্রাপ্যটা আমরা পায়নি।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুমিন মোহাম্মদ  বলেন, স্পন্সরদের কৃত্রিম (আর্টিফিসিয়াল) গেইট করে দিবে বলে লিস্টে দেখেছি কিন্তু ২৬ তারিখের শেষ মুহুর্তেও  সেই গেইট দেখতে পায়নি যা আমাদেরকে হতাশ করেছে। আমাদের অভিবাবকরাও চিনতে পারছে না কোনটা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। কৃত্রিম গেইট করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন গোঁজামিল করবে ভাবতেও পারিনি। এ যেন আই ওয়াশ-ওয়াশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.আবু তাহের বলেন, কৃত্রিম গেইট করার বিষয়ে সদস্য্য সচিবরা জানে। তাদের সঙ্গে কথা বলতে বলেন তিনি । বিশ্ববিদ্যালয়ের  ইভেন্ট ম্যানেজমেন্টের পেন্ডেল প্রস্তুত ও আসন বিন্যাসের সদস্য সচিব সহকারি অধ্যাপক জিয়া উদ্দিন সজিব বলেন,  কৃত্রিম গেইট করার কোন দায়িত্ব আমাকে দেয়া হয়নি। যে অবয়বে গেইট করার জন্য বলা হয়েছে আমি সেভাবে করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status