এক্সক্লুসিভ

চট্টগ্রামের আঞ্চলিক গান গাইলেন প্রধানমন্ত্রী

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৮:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী নিজের কণ্ঠেই গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান! তিনি গেয়ে উঠেন, চাঁটগাইয়্যা মানুষ আঁরা হিন্দু মুসলমান। সিনার লই সিনা মিলাই, ঠেকাই ঝড়-তুফান। চট্টগ্রাম জেলা প্রশাসনের এক কর্মকর্তাও গেয়ে শোনান আঞ্চলিক গান। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বাস প্রকাশ কারতে দেখা যায়। গতকাল বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা অনুষ্ঠান সমপ্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের একজন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, এটা যেহেতু সাংস্কৃতিক বিষয়, আমরা গান যদি শুনতে পারতাম তাহলে ভালো হতো ? এ সময় প্রধানমন্ত্রী নিজেই গেয়ে উঠেন, চাঁটগাইয়্যা মানুষ আঁরা হিন্দু-মুসলমান। সিনার লই সিনা মিলাই, ঠেকাই ঝড়-তুফান। এ সময় প্রধানমন্ত্রীকে আগামীতে চট্টগ্রামের আঞ্চলিক গান শোনানোর আরো ব্যবস্থা করার কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এতে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, সেখানে কি একজনও গায়ক নেই? এটা একটা কথা হলো? তখন চট্টগ্রাম জেলা প্রশাসনের এক কর্মকর্তা গেয়ে শোনান, বাঁশখালী-মইশখালী পাল তুলিয়া দিলে সামপান হুরহুরায় টানে। তোরা হন হন যাবি আঁর সামপানে। গান শুনে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, খুব ভালো, খুব সুন্দর।

এর আগে চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত শেখ রাসেল পানি শোধনাগার এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, হালদা নদীর মদুনাঘাট এলাকায় শেখ রাসেল পানি শোধনাগার প্রকল্পটি স্থাপন করা হয়। ২০১৫ সালে এই প্রকল্পের নির্মাণকাজ নতুন করে শুরু হয়। বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করেছে। কোরিয়ান একটি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ সমপন্ন করে। এ প্রকল্প থেকে নগরীতে ৯ কোটি লিটার পরিশোধিত পানি সরবরাহ করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status