দেশ বিদেশ

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট

ভারত থেকে অধিক হারে অবৈধ অভিবাসীরা বাংলাদেশে ফিরছেন

মানবজমিন ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ৯:২২ পূর্বাহ্ন

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পশ্চিমবঙ্গ শাখার একজন শীর্ষ কর্মকর্তা শুক্রবার বলেছেন, অবৈধ অভিবাসীরা ভারত ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। গত এক মাসে এসব অভিবাসীর বাংলাদেশে ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিএসএফ’র ইন্সপেক্টর জেনারেল (দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার) ওয়াই বি খুরানিয়া বলেছেন, জানুয়ারিতে কমপক্ষে ২৬৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তার ভাষায়, তা সত্ত্বেও দলে দলে (অভিবাসীর বাংলাদেশে) ফিরে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করছি না আমরা। কিন্তু এ ঘটনার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। অবৈধ উপায়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে তারা এবং বাংলাদেশে প্রবেশ করছে। খুরানিয়া পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একথা বলেছেন। তিনি বলেন, অবৈধদের শতকরা ৯০ ভাগই ভারত ছাড়ার চেষ্টা করছেন এবং তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। অনলাইন হিন্দুস্তান টাইমসের ‘মোর ইলিগ্যাল মাইগ্রেন্টস রিটার্নড টু বাংলাদেশ ইন ১ মানথ: বিএসএফ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
ওই রিপোর্টে বলা হয়, বিএসএফ সম্প্রতি গবাদিপশু পাচারের ঘটনা কমে গেছে বলে লক্ষ্য করছে। তবে মাদক, বিশেষ করে ইয়াবা ট্যাবলেটের পাচার ২০১৯ সালে বেড়ে যায়। জানুয়ারিতে ১০,০০০ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’কে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস লিখেছে, অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০ ভাগেরও বেশি। ২০১৮ সালে বিএসএফ এমন ঘটনায় গ্রেপ্তার করেছে ২৯৭১ জনকে। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ১৮০০। ২০শে জানুয়ারি হিন্দুস্তান টাইমস রিপোর্ট করে যে, অবৈধ উপায়ে ভারত ছাড়ার চেষ্টা করেছেন যারা তার মধ্যে বিপুল সংখ্যায় রয়েছেন নারী ও শিশু। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তার ‘ক্রাইম ইন ইন্ডিয়া-২০১৮’ রিপোর্টে উল্লেখ করেছে, ২০১৮ সালে গ্রেপ্তার করা হয় ২৯৭১ জনকে। তারা বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৫৩২ জন পুরুষ। ৭৪৯ জন নারী ও ৬৯০টি শিশু। ২০১৭ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ১৪৭৭, ২৬৮ ও ৫৫।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status