অনলাইন

আইএসও সনদ পেলো ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

কূটনৈতিক রিপোর্টার

২৫ জানুয়ারি ২০২০, শনিবার, ১২:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) সনদ লাভ করেছে ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। শুক্রবার ভারতীয় হাইকমিশনের সচিত্র বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় হাই কমিশনের ভাষ্যটি ছিল এমন ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) মানসম্মত সেবা নিশ্চিত করায় আইএসও ৯০০১: ২০১৫ সনদ লাভ করেছে।' ২০১৮ সালের ১৪ জুলাই যমুনা ফিউচার পার্কে সমন্বিত ভিসা সেন্টার উদ্বোধন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status