দেশ বিদেশ

নৌবাহিনীর উদ্যোগে চালু হচ্ছে বিএন আশার আলো স্কুল

স্টাফ রিপোর্টার

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৫৩ পূর্বাহ্ন

খুলনায় নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চালু হতে যাচ্ছে ‘বিএন আশার আলো’ স্কুল। সম্প্রতি এ উপলক্ষে একটি পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এছাড়া অন্যান্যের মধ্যে খুলনা অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-অসামরিক কর্মকর্তাবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধানগণ এবং স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে,অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য ও এর প্রতিকার এবং ‘আশার আলো স্কুলের’ পরিচিতি তুলে ধরা হয় এবং অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল এবং এসব শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানষিক বিকাশে আরও যত্নশীল ভূমিকা পালনের আহবান জানান। পাশাপাশি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি মাসে স্কুলটির একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা যায়। বর্তমানে স্কুলটিতে অটিজম, সেরিব্রাল পালসি, এডিএইচডি এবং ডাউন সিনড্রোম এ চারটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও সেবা প্রদান করা হবে। স্কুলটিতে বিশেষায়িত ক্লাসরুম তৈরি ও শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া, নৌবাহিনীর মনোবিদ ও শিশু বিশেষজ্ঞ দ্বারা স্কুলটিতে সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসিডেন্ট খুলনা ক্লাব প্রফেসর ড. কাজী হামিদ আসগর, সিভিল সার্জন খুলনা ডা. সুজত আহমেদ, ডন গ্রুপের চেয়ারম্যান মোঃ এরশাদ হোসেন রানা, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, পিসি এফ ফুড ইন্ডাস্ট্রির মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status