শেষের পাতা

রাজধানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩০ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:১৮ পূর্বাহ্ন

প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া পেশাদার সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে ২০৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। প্রতারক চক্রটি ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার ৮০০ টাকা করে ১ কোটি ৩ লাখ ১২ হাজার ৪০০ টাকা হাতিয়ে নিয়েছে। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে প্রতারণা করে আসছিল। প্রতারক চক্রটি গ্রামের মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকরি দেয়ার নাম করে প্রায় এক হাজারেরও বেশি চাকরি প্রত্যাশিদের সঙ্গে প্রতারণা করেছে। এ পর্যন্ত তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। গ্রেপ্তারকৃত ৩০ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অফিস খুলে প্রতারণার করছে। ওই সব আঞ্চলিক অফিসে বিভিন্ন পদ সৃষ্টি করে লোক নিয়োগ দেয় তারা। চক্রের মাঠ পর্যায়ের সদস্যরা নিজেদের ডিস্ট্রিবিউটার ও মার্কেটিং অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে বেকার যুবক ও তরুণ চাকরি প্রার্থীদের সংগ্রহ করে। এসব চাকরি প্রার্থীদের বলা হয় এক মাসের প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগ দিতে পারবে।

পরবর্তীতে তাদের পাঠানো হয় ভাইবার জন্য। তথাকথিত ভাইবার পর চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় প্রতারক চক্রের জোনাল ম্যানেজাররা। এ চক্রের ভুয়া ওইসব অফিসের প্রধান কার্যালয় রয়েছে। চেয়ারম্যান, জিএম ও এজিএমসহ নানান পদে কর্মকর্তা  রয়েছে। ভাইবার পর নেয়া টাকা প্রধান অফিসের এজিএম ও জিএমের মাধ্যমে সংগ্রহ করে চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণের জন্য কথিত অন্য জায়গায় পাঠিয়ে দেয়।

চেয়ারম্যান চাকরি প্রার্থীদের প্রশিক্ষণে কিভাবে জনবল বৃদ্ধির মাধ্যমে প্রার্থীরা আর্থিকভাবে লাভবান হবে তার প্রেরণা দিয়ে থাকে। একপর্যায়ে প্রার্থীরা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। টাকা ফেরত চাইলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। চক্রটি তাদের নতুন সদস্য সংগ্রহের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে প্রতারক চক্র অফিস গুটিয়ে পালিয়ে যায়। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃত চক্রের ৩০ সদস্য হচ্ছে, মো. বেলায়েত হোসেন, মো. শরীফ, মো. সাইফুল ইসলাম, একরামুল হাসান, মো. গোলাম কিবরিয়া, মহাইমিনুল ইসলাম, মো. সজিব শেখ, মো. তারেক, মিঠুন বিশ্বাস, ফয়সাল আল মাহমুদ, মো. শফিকুল ইসলাম, সুমন সরকার, শান্ত চন্দ্র মিত্র, রেজভী আহম্মেদ, মহসীন হোসেন, লিটন দাশ, মো. হালিম মিয়া, সুমন চাকমা, মেহেদী হাসান, আজিজুর রহমান, আমজাদ হোসেন, পলাশ হোসেন, মো. মোশারফ হোসেন, মো. আজাদ খান, মো. মমিনুর রহমান, কনক মালাকার, সজীব বিশ্বাস, মো. সুমন হোসেন, ইমরান মোল্লা ও শফিকুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status