বাংলারজমিন

বান্দরবানে ভূমিদস্যুর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:১৩ পূর্বাহ্ন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্তপাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও জোরপূর্বক বাগান থেকে গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হাসিনা বেগম নামে এক ভুক্তভোগী ও আজিজনগরের  চাঁন্দা বসন্তপাড়ার এলাকাবাসী। গতকাল সকালে বান্দরবানের শহরের একটি রেস্টুন্টের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করে আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণ। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসিনা বেগম অভিযোগ করে বলেন, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও জোরপূর্বক বাগান থেকে গাছ কেটে ফেলছে রফিক আহম্মদ নামে এক ভূমিদস্যু। এ সময় তিনি আরো অভিযোগ করে বলেন, রফিক আহম্মদ বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী এনে প্রায় সময় চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ রফিক আহম্মদকে বাধা দিলে তিনি বিভিন্নভাবে হামলা-মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এ সময় সংবাদ সম্মেলনে আব্দুর রহিম নামে এক ভুক্তভোগী বলেন, সন্ত্রাসী রফিক আহমদ সরকারি আইন অমান্য করে আমার জমি দখল করে নিচ্ছে ও বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী রফিক লাঠিয়াল বাহিনী নিয়ে চলাফেরা করে এবং উল্টো আমাদের নামে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করছে।
বক্তারা এ সময় আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্তপাড়ায় সাধারণ জনগণের জবরদখলকৃত জমি ফেরত দেয়া ও ভূমিদস্যু মো. রফিক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে এ সময় আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্তপাড়ার জনসাধারণ এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status