বাংলারজমিন

কানাইঘাটে আলোকিত ৪০৬ পরিবার

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:০৬ পূর্বাহ্ন

বিদ্যুতের আলোয় আলোকিত হলো সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের দুর্গম দনা গ্রাম। ভারত সীমান্ত লাগোয়া এই ইউনিয়ন বরাবরই ছিল অবহেলিত। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাও দুর্গম। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পরিবর্তনের ছোঁয়া লাগতে থাকে ইউনিয়ন জুড়ে। এরই ধারাবাহিকতায় ক্রমে ক্রমে পুরো ইউনিয়নকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। সর্বশেষ ইউনিয়নের দনা বাজারসহ গ্রামের ৪০৬ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হলো। ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার দনা বাজারে এলাকাবাসীর আয়োজনে শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে সুইচ টিপে আলো জ্বালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মুমিন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস-২) এর জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার জাহিদ, এলাকা পরিচালক মাস্টার আবদুল লতিফ, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরায়জি। আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম, কয়ছর রশিদ, ডা. ইসলাম উদ্দিন, আবদুল মুছব্বির, জামাল উদ্দিন তাপাদার, হুমায়ুন কবির জুয়েল প্রমুখ। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করায় এলাকার মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status