এক্সক্লুসিভ

চট্টগ্রামে এবার নতুন ভোটার দুই লাখ ৮৩ হাজার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:৫২ পূর্বাহ্ন

ভোটার তালিকা হালনাগাদকরণে এবার চট্টগ্রামে নতুন ভোটার হয়েছেন দুই লাখ ৮৩ হাজার ৮৩৪ জন। এরমধ্যে সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে নতুন ভোটার সংখ্যা প্রায় ৮৫ হাজার। জেলার ১৫ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৩৪ জন। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হালনাগাদকরণে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের তালিকাও সংগ্রহ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার কোতোয়ালি থানায় নতুন ভোটার সংখ্যা ৯ হাজার ৯৬৭ জন। বর্তমান ভোটার ২ লাখ ৩৯ হাজার ৭৬৬ ভোট। পাঁচলাইশে নতুন ভোটার ১৭ হাজার ৭৫৪ জন। বর্তমান ভোটার তিন লাখ ৪৪ হাজার ১৪৩ ভোট। চান্দগাঁও থানায় নতুন ভোটার ১১ হাজার ৪৭৬ জন। বর্তমান ভোটার ৩ লাখ ২৬ হাজার ৬১৫ ভোট। ডবলমুরিংয়ে নতুন ভোটার ১৫ হাজার ৮৫৭ জন। বর্তমান ভোটার ৪ লাখ ৭ হাজার ৭১৬ জন। পাহাড়তলীতে নতুন ভোটার ১১ হাজার ৯৫৩ জন। বর্তমান ভোটার ২ লাখ ৫২ হাজার ৭১৫ ভোট। বন্দরে নতুন ভোটার ১৮ হাজার ৭৭ জন। বর্তমান ভোটার তিন লাখ ৫৫ হাজার ৮৫৫ জন।  

এছাড়া মিরসরাই উপজেলায় ১৮ হাজার ৩০৩ জন। বর্তমান ভোটার তিন লাখ ১৫ হাজার ৪২ জন। সীতাকুণ্ড উপজেলায় ১০ হাজার ২৭৮ জন। বর্তমান ভোটার দুই লাখ ৯১ হাজার ৫৫৮ জন। হাটহাজারীতে ১৭ হাজার ৫৯০ জন। বর্তমান ভোটার তিন লাখ ৮ হাজার ৪৭ জন। ফটিকছড়িতে ১৯ হাজার ২১৬ জন। বর্তমান ভোটার তিন লাখ ৭৬ হাজার ৫৮৬ জন। রাউজানে ১৭ হাজার ৮৪৩ জন। বর্তমান ভোটার ২ লাখ ৭০ হাজার ৮৮৪ জন। রাঙ্গুনিয়ায় ১১ হাজার ৬৩ জন। বর্তমান ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৩৬ জন। সাতকানিয়ায় ১৬ হাজার ৬৭০ জন। বর্তমান ভোটার ২ লাখ ৮৩ হাজার ৬৪৯ ভোট। বাঁশখালীতে ১৬ হাজার ২০৩ জন। বর্তমান ভোটার তিন লাখ ৩ হাজার ১২৯ ভোট। চন্দনাইশে ৬ হাজার ৭০৬ জন। বর্তমান ভোটার এক লাখ ৬৩ হাজার ২০৫ ভোট। লোহাগাড়ায় ৭ হাজার জন। বর্তমান ভোটার এক লাখ ৯০ হাজার ৪৭৮ জন। কর্ণফুলী উপজেলায় ৫ হাজার ৯৯১ জন। বর্তমান ভোটার এক লাখ ১১ হাজার ৭৮১ জন। আনোয়ারায় নতুন ভোটার ৯ হাজার ৩০১ জন। বর্তমান ভোটার এক লাখ ৯৮ হাজার ৬৮৩ জন। বোয়ালখালীতে ১৩ হাজার ২৭০ জন। বর্তমান ভোটার এক লাখ ৮০ হাজার ২৬৫ জন। পটিয়ায় ১৭ হাজার ৮২৩ জন। বর্তমান ভোটার ২ লাখ ৮৬ হাজার ৬৬ জন। সন্দ্বীপ উপজেলায় নতুন ভোটার ১২ হাজার ৪৯৩ জন। বর্তমান ভোটার ২ লাখ ২ হাজার ৬৯৫ জন।

সূত্র জানায়, এই খসড়া তালিকা ইউনিয়ন পরিষদ, থানা-উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব স্থানে সংশোধনের জন্য প্রদর্শন করা হবে। সংশোধনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন নিষপত্তি করা হবে ১২ই ফেব্রুয়ারি। এরপর ১লা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৩শে এপ্রিল চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। হালনাগাদে নিবন্ধন হয়েছে তিন লাখ ৯৬ হাজার ৫৮৪ জন। কর্তন হয়েছে ৫০ হাজার ৯৬ জন মৃত ভোটার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status