প্রথম পাতা

কূটনীতি

ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন প্রস্তুতি এবং...

মিজানুর রহমান

২০ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর ঢাকা সম্মেলন এপ্রিলে হচ্ছে না। পূর্বনির্ধারিত ওই সময়ে সামিট অনুষ্ঠানে জটিলতা দেখা দেয়ায় নতুন তারিখ প্রস্তাব করা হয়েছিল ৩০ এবং ৩১শে মে। কিন্তু সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পররাষ্ট্র  মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে স্বাগতিক দেশসহ সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানের সুবিধাজনক সময়ে শীর্ষ সম্মেলনটি আয়োজন করতে হয়। সে ক্ষেত্রে সাউথ সাউথ সামিটসহ বেশ কিছু শীর্ষ সম্মেলনের সঙ্গে এপ্রিল ও সে মাসে ঢাকায় ডি-এইট এর প্রস্তাবিত শিডিউল কনফ্লিক্ট করে। ফলে ওই দুই মাসে এটি হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া জুনে বাংলাদেশ সরকারের বাজেট প্রস্তুতি এবং সংসদে উত্থাপনসহ নানা ব্যস্ততা আছে। এতে করে জুনেও সামিট হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাধ্যহয়েই বছরের দ্বিতীয়ভাগে সামিটের সময় খুঁজতে হচ্ছে। জুলাই’র দিকে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ওই সময়ে হোস্ট কান্ট্রি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়ার যেমন বিষয় রয়েছে, তেমনি সদস্য রাষ্ট্র মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের রাষ্ট্র বা সরকার প্রধানের ঢাকা সফরের সময় থাকতে হবে। ফলে সামিটটি নানা বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে। রাষ্ট্রগুলোর পরস্পরিক সম্পর্কের বিষয়টি সামিট আয়োজনে ছায়া ফেলে। যেমনটি সর্বশেষ সার্কের ক্ষেত্রে হয়েছে। সব মিলিয়ে ঢাকায় ডি-এইট এর সামিট নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। সেগুনবাগিচা অবশ্য বলছে, সামিট হতেই হবে। কারণ ঢাকা সম্মেলনেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ডি-এইট এর পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সঙ্গে কাকতালীয়ভাবে ডি ৮ -এর চেয়ারম্যানশিপ গ্রহণের বিষয়টি মিলে গেছে। ঢাকা চায় দুই জাতীয় আয়োজনের সঙ্গে ডি-এইট এর কর্মসূচিকে মার্চ করতে। স্মরণ করা যায় বঙ্গবন্ধুর জন্মশতবাষিকীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র বলছে, যেহেতু এ বছর ঢাকায় ডি-এইট শীর্ষ সম্মেলন হবে, সেহেতু ওই সামিটে অংশ নেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবাষিকীর একটি অনুষ্ঠানে অংশ নিতে চান মাহাথির। উল্লেখ্য, ইস্তাম্বুলস্থ ডি-এইট সেক্রেটারিয়েট ঢাকার সঙ্গে মিলে শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। জোটের মহাসচিব রাষ্ট্রদূত জাফর কুশারি গত অক্টোবরেই বাংলাদেশ সফর করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্মেলন প্রস্তুতির প্রাথমিক আলোচনা করে গেছেন। মহাসচিব দ্রুততম সময়ের মধ্যে ফের ঢাকা আসবেন বলে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status