খেলা

টানা ৯১ দিন অপরাজিত রিয়াল

স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, সোমবার, ৮:৪৮ পূর্বাহ্ন

সবশেষ গত অক্টোবরে মায়োর্কার বিপক্ষে হার দেখেছিল রিয়াল মাদ্রিদ। এরপর সব প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচ আর ৯১ দিন অপরাজিত লস-ব্লাঙ্কসরা। শনিবার স্প্যানিশ লা লিগায় ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর জোড়া গোলে ঘরের মাঠে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ে আলোচনায় ভিএআর বিতর্ক। প্রথমার্ধে ফাউলের কারণে সেভিয়ার লুক ডি ইয়ংয়ের করা গোল বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এরপর ৫৭তম মিনিটে লুকা ইয়োভিচের অ্যাসিস্টে রিয়ালকে এগিয়ে দেন কাসেমিরো। ৬৪তম ?মিনিটে লুক ডি ইয়ংয়ের গোলে সমতা আনে সেভিয়া। ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্বাগতিকদের ৩ পয়েন্ট নিশ্চিত করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে মুনির এল হাদ্দাদির অ্যাসিস্টেৎ ডি ইয়ংয়ের করা সমতাসূচক গোল নিয়েও প্রশ্ন রয়েছে। ডি ইয়ংকে পাস দেয়ার আগে বল মুনিরের কনুই স্পর্শ করে। যেটি রেফারির চোখ এগিয়ে যায়। ম্যাচের পর এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে রিয়াল- সেভিয়া। সেভিয়ার স্পোর্টিং ডিরেক্টর মনচি বলেন, ‘ডি ইয়ংয়ের দ্বিতীয় গোলটা যদি বাতিল হতো, আমি নিশ্চিতভাবে খেলোয়াড়দের মাঠ থেকে উঠে যেতে বলতাম।’ রিয়ালের সাবেক কোচ হুলেন লোপেতেগি এখন আছেন সেভিয়ার দায়িত্বে। তিনি বলেন, ‘হারের চেয়ে ভালো কিছু প্রাপ্য ছিল আমাদের। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। একটা লিগ্যাল গোলও করেছিলাম। জানি না, কেন তারা সেটি বাতিল করলো। আমার মনে হয়, ওটা রেফারিদের একটা বড় ভুল।’
রিয়াল কোচ জিদান বলেন, ‘ওটা (৩০তম মিনিটে সেভিয়ার বাতিল হওয়া প্রথম গোল) ফাউল ছিল। বিল্ডআপের সময় গুদেই ফাউল করে এডার মিলিতাওকে। ভিএআরে ধরা পড়েছে যেটি। আমি বিশ্লেষণ করলে অনেক কিছুই করতে পারি। দ্বিতীয়ার্ধে স্পষ্ট হ্যান্ডবল ছিল। যেটি দেয়া হয়নি। সিদ্ধান্ত নেন রেফারিরা। কখনো সেটি আপনার পক্ষে যাবে, কখনো যাবে বিরুদ্ধে।’
২০ ম্যাচে জিনেদিন জিদানের শিষ্যদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বার্সার সংগ্রহ ৪০ পয়েন্ট। শনিবার লা লিগার অপর ম্যাচে এইবারের কাছে ২-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কোচ দিয়েগো সিমিওনের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status