এক্সক্লুসিভ

রাজ দায়িত্ব পদবি ছাড়লেন হ্যারি ও মেগান

মানবজমিন ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, সোমবার, ৭:৪০ পূর্বাহ্ন

বৃটেনের রাজ পরিবারের দায়িত্ব পালনে আর সরকারি অর্থ পাবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এ ছাড়া রাজ পদবিও ব্যবহার করতে পারবেন না তারা। আনুষ্ঠানিকভাবে রানীর প্রতিনিধিত্বও করবেন না এই রাজ দম্পতি। বাকিংহাম পেলেস এক ঘোষণায় এমনটা জানিয়েছে। ঘোষণাগুলো চলতি বছরের বসন্ত থেকে কার্যকর হবে। সোমবার এই দম্পতির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনার পর এ ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গত  ৮ই জানুয়ারি প্রিন্স হ্যারি ও মেগান এক ঘোষণায় জানান, তারা রাজপরিবার থেকে বেরিয়ে স্বাধীন জীবনযাপন করতে চান। রাজ পরিবার থেকে অর্থ গ্রহণ করবেন না বলেও জানান তারা। এর বদলে নিজেরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। এ ছাড়া, তাদের শিশু সন্তান নিয়ে জীবনযাপনের জন্য বৃটেন ও উত্তর আমেরিকায় ভাগাভাগি করে সময় কাটাতে চান বলে জানিয়েছেন তারা।

রাজ পদবি ও দায়িত্ব ছাড়লেও বৃটেনে অবস্থানকালীন সময়ে ফ্রগমোর কটেজেই অবস্থান করবেন হ্যারি-মেগান দম্পতি। কটেজটির সংস্কারে খরচ হওয়া ২৫ লাখ পাউন্ড ফেরত দিয়ে দেবে তারা।

এদিকে, তাদের সিদ্ধান্ত নিয়ে শনিবার রানীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাসের কথাবার্তা এবং সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে রানী মনে করেন, তার নাতি এবং তার পরিবার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে। রানী বলেন, ‘হ্যারি-মেগান ও তাদের সন্তান আর্চি সব সময় আমার পরিবারের অতি আপনজন হয়ে থাকবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status