বাংলারজমিন

রাঙ্গামাটিতে এক বছরে মামলা ৫৮৯ গ্রেপ্তার ১৬৫৫

আলমগীর মানিক, রাঙ্গামাটি থেকে

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৯:১১ পূর্বাহ্ন

 ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এক বছরে রাঙ্গামাটি জেলায় ১৬৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ১২টি থানায় দায়েরকৃত সর্বমোট ৫৮৯টি মামলা এবং আদালত থেকে প্রদত্ত ১১৩৮টি ওয়ারেন্ট এর বিপরীতে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাঙ্গামাটির পুলিশ বিভাগ। ভৌগলিকভাবে ভিন্নতর অবস্থানে থাকা রাঙ্গামাটি জেলায় জাতীয় রাজনীতির প্রতিহিংসামূলক আচরণ না থাকলেও আঞ্চলিকদলীয় সন্ত্রাসী তৎপরতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কাঙ্খিত পর্যায়ে আনতে পারছেনা প্রশাসন। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুসারে গত ২০১৯ সালে রাঙ্গামাটিতে সর্বমোট ৫৮৯টি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গ্রেপ্তার করা হয়েছে ৫১৭ জনকে। এক বছরে পুলিশের পক্ষ থেকে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে, ২০৭টি। জিডি করা হয়েছে ৪০টি। থানা পুলিশের মাদক মামলায়  গ্রেপ্তার করা হয়েছে ২৫৮ জনকে। পুলিশী অভিযানের মাধ্যমে রাঙ্গামাটি জেলায় বিগত এক বছরে ১৬ লাখ ৫৬ হাজার ৯১৫ টাকার মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের মধ্যে রয়েছে, এক কেজি ৮১৩ গ্রাম, ১০৭ পুড়িয়া ও ২৫টি গাঁজা গাছের চারা, ২৭০০ লিটার দেশি মদ, ২৩৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিয়ার জব্দ করা হয়েছে। অপরদিকে বিগত এক বছরে রাঙ্গামাটিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দায়ের করা ৩৬ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৩ জনকে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৫৫০ গ্রাম গাঁজা, ৭২ পিস ইয়াবা, ৬০২.৫ লিটার চোলাই মদ ও ৪৬১ কেজি উপকরণ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ২ লাখ ২৪ হাজার ২শ’ টাকা। বিগত বছরের শেষে এসে মামলার সংখ্যা বেড়েছে। জেলার আইনশৃঙ্খলা সভায় উপস্থাপিত তথ্যানুসারে ২০১৯ সালের নভেম্বর মাসের চেয়ে ডিসেম্বর মাসে ৬টি মামলা বেশি হয়েছে। অপরদিকে ডিসেম্বরে মাদকের মামলা নভেম্বর মাসের চেয়ে ২টি কমেছে। ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ২টি। এছাড়াও ডিসেম্বরে রাঙ্গামাটিতে ভ্রাম্যমাণ আদালতের ২৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৮২টি মামলা দেয়া হয়েছে। যার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ৮১ হাজার ৩শ’ টাকা। এদিকে গত এক মাসে রাঙ্গামাটি কোতয়ালি থানাতেই আসামি গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৮০ জন।
রাঙ্গামাটি জেলায় অন্য জেলাগুলোর চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং আরো ভালো করার চেষ্টা চলছে মন্তব্য করে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর (পিপিএম-সেবা) বলেছেন, সামাজিক ফৌজদারি অপরাধ কমিয়ে আনতে এবং জনগণের দৌড়গৌড়ায় আইনী সেবা পৌঁছে দিতে এবং জনবান্ধব পুলিশী ব্যবস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের প্রত্যাশা অনুসারে মুজিব বর্ষে পুলিশকে জনতার পুলিশ করার লক্ষ্যে ইতিমধ্যেই রাঙ্গামাটিতে প্রয়োজনীয় নানামুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই রাঙ্গামাটিতে তৃণমূল পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং ব্যবস্থা, থানাগুলোতে হ্যালো ওসি কার্যক্রম, ট্রাফিক পুলিশিং ব্যবস্থা পরিচালনা করছে রাঙ্গামাটির পুলিশ বিভাগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status