বাংলারজমিন

কেরানীগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কেরানীগঞ্জ প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৯:১০ পূর্বাহ্ন

 কেরানীগঞ্জে মধ্যেরচর শ্যামলাপুর এলাকায় অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ফাউন্ডেশন চত্বরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ফাউন্ডেশনের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ডিসপ্লে অংশগ্রহণ করেন। এ ছাড়া ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলাধুলায়ও অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে নানা পুরস্কার দেয়া হয়। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সন ডা. রওনাক হাফিজের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য এবং রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের সিএসআর, পিআর এবং কমিউনিকেশনের প্রধান রুহী মুরশীদ আহমেদ, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের গভর্নিং বডির কোষাধ্যক্ষ ডা. শারমিন ইয়াসমিন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য স্থপতি মাসুম কবীর, ড. রোকসানা এইচ আহমেদ ও রানার গ্রুপ ও কনফিডেন্স গ্রুপের বিভিন্ন পরিচালকবৃন্দ। এই ফাউন্ডশনে ১৭৫ জন ছাত্র-ছাত্রী ও ৭০ জন শিক্ষক রয়েছে। মোট ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৫০ জন এই ক্রীয়া প্রতিযোগিতায় অংশ নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status