বিনোদন

প্রস্তুত মাহি

স্টাফ রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৭:৩২ পূর্বাহ্ন

নতুন বছরে ভালো গল্পের সিনেমা ছাড়া কাজ করবেন না। এ বিষয়টি আগেই বলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ‘অগ্নি’ ও ‘অগ্নি টু’ সিনেমায় মাহির অ্যাকশন দর্শকরা পর্দায় দেখেছেন। ছবিগুলো মুক্তির পর ব্যবসা সফলতাও পেয়েছিল। এবার ফের বড়পর্দায় তার অ্যাকশন লুক দর্শকরা দেখতে পাবেন। সম্প্রতি তিনি দর্শকপ্রিয় নির্মাতা ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন এ সিনেমায় দর্শকরা তাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। মাহি এ প্রসঙ্গে বলেন, ‘ব্লাড’ সিনেমাটির কাহিনী দারুণ। অ্যাকশন ঘরনার এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এর আগেও অ্যাকশন সিনেমায় অভিনয় করেছি। এবার নতুন এ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবির গল্প তৈরি হচ্ছে। লিখছেন দেলোয়ার হোসেন দিল। বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। এমন একটি সিনেমার জন্য অপেক্ষা করছিলাম। আশা করি, ভালো একটি কাজ হবে এটি। খুব শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। মাঝে নিয়মিত জিমে সময় দিয়েছেন মাহি। নিজের ওজনও কমিয়েছেন। লুকেও এনেছেন পরিবর্তন। ছবিতে খল চরিত্রেও দর্শকরা তাকে দেখতে পাবেন। এই ধরনের চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল মাহির। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিতে খল চরিত্রে কাজ করার ইচ্ছা অনেক দিনের। যখন সিনেমায় খল চরিত্রগুলো দেখি, তখন সেগুলো আমাকে বেশ আকৃষ্ট করে। এবার নিজের সেই কাজের সুযোগ হয়ে গেল। খল চরিত্রের পাশাপাশি ভিন্ন আরেকটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। এদিকে নতুন বছরের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় কিশোরগঞ্জে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শেষ করেছেন মাহি। এ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। এ ছাড়া সামনে মাহির নতুন ছবি ‘স্বপ্নবাজি’র কাজও শুরুর কথা রয়েছে। রায়হান রাফি পরিচালিত ছবিটির গল্প ফ্যাশন দুনিয়া নিয়ে। মাহি অভিনয় করবেন একজন সুপারস্টারের চরিত্রে। অভিনয়ের
বাইরে ‘ভারা’ নামে তার একটি অনলাইন ফ্যাশন হাউজও রয়েছে। ব্যবসায়ী হিসেবেও বেশ সাড়া পাচ্ছেন বলে জানান মাহি। নতুন বছরে নতুন সিনেমায় কাজ শুরুর পাশাপাশি পুরনো ছবিগুলোর বাকি কাজও শেষ করবেন বলে জানান এই নায়িকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status