বাংলারজমিন

বিদ্যুতের খুঁটি রেখেই সড়কের উন্নয়ন কাজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৭:১৪ পূর্বাহ্ন

গত কয়েকবছর ধরেই বেহাল দশায় ছিল গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ আনসার রোড। জনদুর্ভোগ লাগবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত এই সড়কটির সংস্কার কাজ শুরু হলেও, নতুন করে জটিলতা তৈরি হয়েছে সড়কের উপর থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি নিয়ে। খুঁটি সরাতে পৌরসভা ও বিদ্যুৎবিভাগের মধ্যে চিঠি চালাচালি হলেও কার্যত কোনো ফল হয়নি। ফলে খুঁটি রেখেই কাজ করছে পৌরসভা। এতে যানবাহন চলাচলের সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করেছেন স্থানীয়রা।
শ্রীপুর পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শিল্পকারখানা সমৃদ্ধ এই পৌরসভার গুরুত্বপূর্ণ এই সড়কটিকে কেন্দ্র করে এর উভয় পাশে গড়ে উঠেছে প্রায় অর্ধশত শিল্পকারখানা। শিল্পকারখানার ভারী যানবাহন চলার কারণে গত কয়েকবছর ধরেই সড়কটির বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল। জনদুর্ভোগ লাগবে চলতি অর্থবছরে (২০১৯-২০২০) বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর অর্থায়নে ১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যায়ে ৩৭শ’ মিটার সড়কের দরপত্র আহ্বান করা হয়। পূর্বে সড়কটি সরু থাকায় শিল্পকারখানার ভারী যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হতো। তাই বর্তমানে সড়কটি প্রশস্তকরার সিদ্ধান্ত নেয়া হয়। আর এতে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা যায় বিদ্যুৎ সরবরাহের খুঁটি। বর্তমানে প্রায় সড়কটির উপর ৪৩টি বিদ্যুতের খুঁটি রয়েছে। এদিকে সড়ক উন্নয়নের প্রতিবন্ধকতার জন্য সড়কের উপর বিদ্যমাণ খুঁটি সরিয়ে দিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট আবেদন করলে তারা প্রাক্কলন নির্ধারণ করে পৌরসভার নিকট অর্থ জমা দিতে বলেন। কিন্তু এই অর্থের কোনো ব্যবস্থা পৌরসভার না থাকায় তারা তা দেয়নি। এমতবস্থায় রাস্তার মাঝে খুঁটি রেখেই কাজ শেষ করছে পৌর কর্তৃপক্ষ।
শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ৩০ ফুট প্রশস্ত করে সঙ্গে ড্রেন নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু বিদ্যুতের খুঁটির কারণে ড্রেন নির্মাণের পরিকল্পনা বাতিল হয়ে যায়, সঙ্গে প্রশস্ত কমিয়ে ২০ ফুট করা হয়। তবু সড়কে খুঁটি রয়েই যায়। এসব খুঁটি সড়ানোর জন্য বিদ্যুৎ বিভাগের নিকট আবেদন করলে তারা খুঁটি সরানোর জন্য ১ কোটি দশ লাখ  প্রাক্কলন বাবদ পৌরসভাকে জমা দিতে বলে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক কামাল পাশা জানান, বিধি অনুযায়ী খুঁটি সরানোর জন্য প্রাক্কলণ নির্ধারণ করে পৌরসভাকে অর্থ জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তারা সে অর্থ এখনও জমা দেয়নি। তবে সড়কের মধ্যে যে খুঁটি দুর্ঘটনার ঝুঁকি  তৈরি করবে সেসব খুঁটি স্থানান্তরের জন্য পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status