প্রথম পাতা

নাগরিক সেবায় সার্বক্ষণিক হটলাইন

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৯:৩১ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হলে ঢাকাবাসীর জন্য হটলাইন চালু করবেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, হটলাইনে ঢাকাবাসী যে কোন অভিযোগ জানাতে পারবেন। এই হেল্প লাইনের মাধ্যমে সমস্যার সমাধান না হলে সরাসারি মেয়রের সঙ্গেও যোগাযোগ করা যাবে এবং দ্রুততার সঙ্গে সেই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। গতকাল সপ্তম দিনের মতো নির্বাচনী প্রচারণা চালান তাপস। আজিমপুরের বীর উত্তম হাবিবুর রহমান গেইটের সামনে থেকে এই প্রচারণা শুরু করেন।

এ সময় তাপস বলেন, আমি নির্বাচিত হলে মেয়র হিসেবে নয় সেবক হিসেবে কাজ করবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হবে একটি সেবা দানকারী সংস্থা। যা ২৪ ঘণ্টা সেবাদানের জন্য প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, গণসংযোগে ঢাকাবাসীর কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমাদের উন্নয়নের রূপরেখা ঢাকাবাসী গ্রহণ করেছে। ঢাকার ঐতিহ্যকে ধরে রাখার জন্য কখনও কোন পরিকল্পনা করা হয়নি। আমাদের প্রথম পরিকল্পনা হবে ঢাকার ঐতিহ্যকে ধরে রাখা। আমরা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে চাই। পুনরুজ্জীবিত করতে চাই।

সেইসঙ্গে এই ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। তাপস দিনব্যপী গণসংযোগ করেন লালবাগের ইরাকি মাঠ ও ললিতমোহন দাস লেনে। আরেকটি পথসভায় তিনি বলেন, আমাদের প্রাণের ঢাকাকে আমরা পরিষ্কার সুন্দর নগরী হিসেবে গড়ে তুলবো। আবর্জনা পরিষ্কার এগুলো দৈনন্দিন কাজ। এসব দৈনন্দিন কাজ খুব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে। আমি নির্বাচিত হলে প্রথম দিন থেকেই মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রাস্তায় উন্মুক্ত আবর্জনা যাতে না থাকে সেই ব্যবস্থা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status