খেলা

কেমন ছিল আগের ৬ ফাইনাল?

স্পোর্টস রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

বিপিএল’র সপ্তম আসরের পর্দা নামছে আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এবারের বিশেষায়িত আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস। খুলনা-রাজশাহীর কেউই ইতিপূর্বে শিরোপার স্বাদ পায়নি। আগের ছয় আসরে তিনবার চ্যাম্পিয়ন হয় ঢাকা। কুমিল্লার ঘরে শিরোপা গেছে দু’বার। একবার জিতেছে রংপুর। কেমন ছিল আগের ৬ ফাইনাল? এক নজরে দেখে নেয়া যাক-
২০১২ (প্রথম আসর)
ভেন্যু: শেরেবাংলা
বরিশাল বারনার্স: ২০ ওভারে ১৪০/৭ (আহমেদ শেহজাদ ২৮, ব্রাড হজ ৭০*; আফ্রিদি ৩/২৩, রানা নাভেদ ২/২৪)
ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৫.৪ ওভারে ১৪৪/২ (ইমরান নাজির ৭৫, এনামুল বিজয় ৪৯*; শুভ ১/২৪)
ফল: ঢাকা ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: ইমরান নাজির (ঢাকা)।
২০১২-১৩ (দ্বিতীয় আসর)
ভেন্যু: শেরেবাংলা
ঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ১৭২/৯ (আশরাফুল ২৪, এনামুল বিজয় ৫৮, সাকিব ৪১; রুবেল ৪/৪৪)
চিটাগং কিংস: ১৬.৫ ওভারে ১২৯ (জেসন রয় ৪০, মাহমুদুল্লাহ ৪৪; মোশাররফ রুবেল ৩/২৬)
ফল: ঢাকা ৪৩ রানে জয়ী
ম্যাচ সেরা: মোশাররফ রুবেল (ঢাকা)।
২০১৫-১৬ (তৃতীয় আসর)
ভেন্যু: শেরেবাংলা
বরিশাল বুলস: ১৫৬/৪ (নাফীস ৪৪, মাহমুদুল্লাহ ৪৮, প্রসন্ন ৩৩; আশার জাইদি ১/২৬)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৭/৭ (ইমরুল ৫৩, কাপালি ৩৯*; মাহমুদুল্লাহ ২/২২)
ফল: কুমিল্লা ৩ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: অলক কাপালি (কুমিল্লা)।
২০১৬-১৭ (চতুর্থ আসর)
ভেন্যু: শেরেবাংলা
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৯/৯ (লুইস ৪৫, সাঙ্গাকারা ৩৬; রেজা ৩/২৮)
রাজশাহী কিংস: ১৭.৪ ওভারে ১০৩ (মুমিনুল ২৭, সাব্বির ২৬; রাহী ২/১২, সানজামুল ২/১৭)
ফল: ঢাকা ৫৬ রানে জয়ী
ম্যাচ সেরা: কুমার সাঙ্গাকারা (ঢাকা)।
২০১৭-১৮ (পঞ্চম আসর)
ভেন্যু: শেরেবাংলা
রংপুর রাইডার্স: ২০ ওভারে ২০৬/১ (গেইল ১৪৬*, ম্যাককালাম ৫১; সাকিব ১/২৬)
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৯/৯ (সাকিব ২৬, জহুরুল ইসলাম ৫০; নাজমুর অপু ২/৮, গাজী ২/৩২)
ফল: রংপুর ৫৭ রানে জয়ী
ম্যাচ সেরা: ক্রিস গেইল (রংপুর)।
২০১৮-১৯ (ষষ্ঠ আসর)
ভেন্যু: শেরেবাংলা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৯৯/৩ (তামিম ১৪১*, বিজয় ২৪; সাকিব ১/৪৫)
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮২/৯ (থারাঙ্গা ৪৮, রনি তালুকদার ৬৬; ওয়াহাব রিয়াজ ৩/২৮)
ফল: কুমিল্লা ১৭ রানে জয়ী
ম্যাচ সেরা: তামিম (কুমিল্লা)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status