বাংলারজমিন

বিদ্যুতের তারে নব দম্পতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৪২ পূর্বাহ্ন

মাহাবুব ইসলাম (২৫) ও খাদিজা (২০) দু’জনেই গার্মেন্টস শ্রমিক। কাজের সূত্রে একে অপরের সঙ্গে পরিচয়। এক সময় এই পরিচয় ভালোবাসায় রূপ নেয়। সিদ্ধান্ত নেন বিয়ে করার। দুই পরিবারের অমতে মাত্র দুই মাস আগে বিয়ে হয় তাদের। হাসি-আনন্দে কাটে তাদের সুখের সংসার। মাত্র ১৫ দিন আগে মাহাবুব ইসলামের পরিবার তাদের বিয়ে মেনে নিয়ে যোগযোগ শুরু করে। এই খবরে উচ্ছ্বাসিত হন খাদিজা। শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন দেখতে থাকেন তিনি। মাহাবুবও অনেক খুশি। স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার দিন গুনছিলেন তিনিও।
 
কিন্তু কে জানতো মাহাবুব আর খাদিজার এই উচ্ছ্বাস আর সুখ ক্ষণস্থায়ী। মৃত্যু তাদের পিছু নিয়েছে। আর হয়েছেও তাই, ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হন খাদিজা, কিংকর্তব্যবিমুঢ় মাহাবুব প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেও বিদুৎস্পষ্ট হন। দ্বগ্ধ স্বামী-স্ত্রীকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ দিন মৃত্যুযন্ত্রণায় ছটফট করে চিকিসাৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে প্রথমে মাহাবুব এবং এর দুই ঘণ্টা পর খাদিজা মারা যান।

হৃদয়বিদায়ক ঘটনাটির সূত্রপাত গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায়। ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে তারা ভাড়া থাকতেন। দু’জনেই ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি গার্মেন্টে চাকরি করতেন। নিহত মাহবুব ইসলাম ময়মনসিংহের ফুলপুর থানার গোপপুর এলাকার আবুল কালামের ছেলে ও খাদিজা আক্তার রুনির বাড়িও একই এলাকায় ।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে ও সকালে দু’জনেই মারা যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status