বিনোদন

অভিযোগ, পাল্টা অভিযোগ

স্টাফ রিপোর্টার

১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে শুটিং স্পটে বাজে ব্যবহার করার অভিযোগ তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুচরিতা। তিনি জানান, রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ নামে নতুন সিনেমার কাজে পাবনা যাওয়ার পর সময়মতো শুটিং না করে সারাদিন বসিয়ে রাখা হয় তাকে। পরে পরিচালকের সঙ্গে তর্ক শুরু হলে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে এ ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরিচালকের শাস্তি দাবি করে লিখিত অভিযোগও দেন তিনি। সিনিয়র অভিনেত্রী সুচরিতার সঙ্গে অসদাচরণ করায়, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সমিতির সকল সদস্যকে পরিচালক রফিক শিকদারের যে কোনো শুটিং এবং ডাবিং থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। শিল্পী সমিতি সাংগঠনিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানা যায়। এদিকে পরিচালক রফিক শিকদার গতকাল ঢাকায় এসেছেন। তিনি এ প্রসঙ্গে পাল্টা অভিযোগ করে বলেন, এটা একটা মিথ্যে অভিযোগ। বরং উনি (সুচরিতা) আমার সঙ্গে বাজে ব্যবহার করেছেন। আমার মৃত মাকে নিয়ে গালি দিয়েছেন। আমি অনুরোধ করেছিলাম এ ধরনের গালি গালাজ না করতে। তারপরও তিনি এমন ব্যবহার করেছেন। এমন ঘটনার সূত্রপাত কীভাবে হলো তা জানতে চাইলে এই চলচ্চিত্র নির্মাতা আরো বলেন, উনি বলছেন যে, শুটিং না করানোর কারণে দুই ঘণ্টা বসে ছিলেন। আমি বলেই নিয়েছিলাম যে, আপনার দুটি দৃশ্যের শুটিং করলাম। এখন নায়িকার দৃশ্যের কাজ করবো। তাই দুই ঘণ্টা বিশ্রাম নিন আপনি। কারণ সূর্যের আলো থাকতে থাকতে ওই দৃশ্যের কাজটি শেষ করতে হবে। আমি তাকে বিশ্রামে রেখে শুটিং করতে চলে যাই। এটাই তার অভিমান। কেন তাকে বসিয়ে রাখা হলো। এটার জন্য তিনি আমার সঙ্গে অশালীন আচরণ করে শুটিং না করে শুটিং স্পট থেকে ঢাকায় চলে আসেন। আমি তো উল্টো প্রযোজক সমিতিতে বিচার দিবো। তিনি শুটিং না করে শিডিউল ফাঁসিয়ে কেন চলে আসলেন? এদিকে ঘটনা সম্পর্কে মৌখিকভাবে শুনেছেন বলে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। তবে দুই পক্ষের পুরো ঘটনার সত্যতা জানার জন্য এফডিসির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাকক্ষে আজ বিকাল ৪টায় এক জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে অভিনেত্রী সুচরিতা, পরিচালক রফিক শিকদারসহ শুটিং স্পটের প্রত্যক্ষদর্শী ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। সভায় সকলের কথা শোনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি পাবনায় রফিক শিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ ছবির কাজ শুরু হয়। এ ছবিতে অভিনয় করছেন শিপন মিত্র, তানভীর তনু, নবাগত শাহ হুমায়রা সুবহা, সুচরিতাসহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status