শিক্ষাঙ্গন

ফ্যানফেয়ার বাংলাদেশ'র প্রযোজনায় কুবিতে ক্যারিয়ার ভিত্তিক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি)মার্কেটিং বিভাগের সহযোগী সংগঠন ক্যাফে মার্কেটিং এর আয়োজনে 'ফ্যানফেয়ার বাংলাদেশে'র প্রযোজনায় ২ দিনব্যাপী কর্পোরেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার সকাল ৯ টায় বিজনেস স্টাডিজ অনুষদের ৫০২ নাম্বার রুমে মার্কেটিং ১০ম ব্যাচের শিক্ষার্থী উমর ফারুক শিমুল ও ১১ তম ব্যাচের শিক্ষার্থী কাজী শাকিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সোলায়মান। কর্পোরেট ড্রিম লাইন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড.এমরান কবির চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরি ভিসি প্রফেসর ড.মীজানুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড.মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। কিনোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্যানফেয়ার বাংলাদেশের চেয়ারম্যান ক্লারিসা ট্যান ,ম্যানেজিং ডিরেক্টর রাজিব হুসাইন,চিফ অপারেটিং অফিসার রিজওয়ানুল হাসান খান এবং মার্কেটিং ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু। এসময় আরো উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ২ দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো কর্পোরেট টক,মনোমুগ্ধকর গেইম শো এবং শো ইউর ট্যালেন্টের প্রতিযোগিতা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status