বাংলারজমিন

মাসব্যাপী লোকজ উৎসব শুরু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোকও কারু শিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে কারু শিল্প ফাউন্ডেশনে অবস্থিত সোনাতরী লোকজ মঞ্চে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী কে এম খালিদ। প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বলেছেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প যাদুঘরকে আর্ন্তজাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। জাতির জনক ইতিহাস ঐতিহ্য ধরে রাখা, সংরক্ষনের জন্যই শিল্পাচার্য জয়নুল আবেদীনের হাত ধরে লোককারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে সোনারগাঁ অঞ্চলকে বিশ্ব কারুশিল্প শহর হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জয়নুল আবেদীনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ময়মনসিংহ জয়নুল সংগ্রহ শালায় ২৩৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসিম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদল আলম পি পি এম, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুর ইসলাম ভুইয়া, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।
মাস ব্যাপী লোক ও কারুশিল্প মেলা লোকজ উৎসব চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status