দেশ বিদেশ

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ‘জঙ্গি’ বেলাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:৫৪ পূর্বাহ্ন

জঙ্গি হামলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলার মহিপুরের আলীপুর বাজার থেকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে। বেলাল ২০০৫ সালের ১৭ই আগস্টে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার দণ্ডপ্রাপ্ত আসামি।
এন্টি টেরোরিজম ইউনিট সূত্রে জানা গেছে, বেলাল মিয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র একজন সক্রিয় সদস্য। সিরিজ বোমা হামলার পর বেলাল মিয়া আত্মগোপনে চলে যায়। এসময় ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ছদ্মনাম ব্যবহার করে বসবাস করতো। কখনও বেলাল মিয়া, কখনও বিল্লাল এবং কখনও রুবেল নাম ব্যবহার করতো সে। এমনকি বিভিন্ন সময় ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করেছে। গত বছরের অক্টোবরে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুরের কুয়াকাটা এলাকায় রাজমিস্ত্রির কাজ নেয় বেলাল। খবর পেয়ে এটিইউ’র সদস্যরা তাকে সোমবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ঢাকায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার বেলাল মিয়া (৩৬) খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চংড়াছড়ি বৌদ্ধ টিলার নুরুল ইসলাম মোয়াজ্জেমের পুত্র।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status