খেলা

অবসর ভেঙে ফেরার ইঙ্গিত ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:৪৭ পূর্বাহ্ন

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এবি ডি ভিলিয়ার্স- কিছুদিন আগে এমনটা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার ডি ভিলিয়ার্স নিজেই মাঠে ফেরার ইঙ্গিত দিলেন। এ বিষয়ে প্রোটিয়াদের নতুন কোচ মার্ক বাউচার ও বোর্ড ডিরেক্টর গ্রায়েম স্মিথের সঙ্গে কথা বলেছেন ডি ভিলিয়ার্স। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে তাকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটকে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি আবারো ক্রিকেটে ফিরতে চাই। আমি বাউচার, স্মিথ ও ডু প্লেসির সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে সবাই ইতিবাচক। তবে এটাকে বাস্তব রূপ দেয়ার আগে অনেক কিছুই দরকার।’
২০১৮’র মে তে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। ২০১৯ বিশ্বকাপের আগে তার দলে ফেরার কথা চাওড় হয়। যদিও ফেরার ইচ্ছার কথা ডি ভিলিয়ার্সের মুখ থেকে শোনা যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্তারা তখন জানান যে, ভিলিয়ার্স তাদেরকে বলেন, ‘দল চাইলে আমি ফিরতে রাজি।’ কিন্তু সাবেক অধিনায়ককে ফিরিয়ে দেন তারা। ইংল্যান্ড বিশ্বকাপে প্রোটিয়াদের ভরাডুবির পর ক্রিকেট বোর্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন কোচ মার্ক বাউচার ও ডিরেক্টর গ্রায়েম স্মিথ ডি ভিলিয়ার্সের ফেরার ব্যাপারে ইতিবাচক। বর্তমান অধিনায়ক ডু প্লেসিও তার পক্ষে। তবে ডি ভিলিয়ার্স এখনো নিশ্চিত নন। তিনি বলেন, ‘আবারো বলছি, এটা এখনো নিশ্চিত নয়। আমি নিজেকে বা অন্য কাউকে বিব্রত করতে চাই না। নিজেকে নিয়ন্ত্রণে রাখছি। যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলার চেষ্টায় আছি। দেখা যাক, বছর শেষে পরিস্থিতি কোন জায়গায় থাকে। দলে অনেক খেলোয়াড় আছে যাদের সঙ্গে আমি বহুদিন ধরে খেলে আসছি। তাই তাদের সঙ্গে যোগাযোগ করা, আবারো মানিয়ে চলা খুব কঠিন হবে না। তার মানে এই নয় য়ে,  সব সাজানো-গোছানো আর সুন্দর হবে।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৪ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্স। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ২০০১৪ রান। গত দশকে ওয়ানেডে সবচেয়ে বেশি ব্যাটিং গড় ছিল ভিলিয়ার্সের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status