বাংলারজমিন

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:৫৭ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. রাসেল শেখ (২২) নামের এক যুবককে আটক করে ১ বছরের মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাসেল শেখ উপজেলার টিলারচর গ্রামের মৃত শেক সোনা মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রাসেল শেখ উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামের হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় অশ্লীল গালিগালাজ ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা মঙ্গলবার দুপুরে জাকেরার সুরাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছরের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status