বাংলারজমিন

মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:৫৭ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে আবু সাঈদ (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বাড়িঘর, পাটকাঠি ও খড়ের গাদায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। আবু সাঈদ বালিদিয়া গ্রামের মৃত ইসলাম মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বড়রিয়া মেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইউনুস শিকদার সমর্থক আবু সাঈদসহ তার সঙ্গীয় ৭-৮ জন লোক। বালিদিয়ার ঝিনাইপুকুর এলাকায় পৌঁছালে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্র দিয়ে আবু সাঈদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে আবু সাঈদ মারাত্মকভাবে জখম হন। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় আরো ৭ জন আহত হন। তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সময় উভয়পক্ষের বাড়িঘর, পাটকাঠি ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ এবং র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান (পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস বলেন, বালিদয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজ মিনা ও বালিদিয়া গ্রামের ইউনুস শিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status