এক্সক্লুসিভ

আশুলিয়ায় জঙ্গি দম্পতির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:৫৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে আটক হওয়া নব্য জেএমবি’র আইটি বিশেষজ্ঞ তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনসহ ৩ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। মামলায় আটক শায়লা শারমিনকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। এর আগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম জানান, মামলায় নব্য জেএমবি’র আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান, তার স্ত্রী শায়লা শারমিন ও তাদের সহযোগী জাকারিয়া জামিলকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তানভীর হাসান ও জাকারিয়া জামিল পলাতক রয়েছে। গ্রেপ্তার নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুই বছর আগে তাদের বিয়ে হয়। ফেসবুকের মাধ্যমে দুইজনের পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। ৫ মাস আগে শায়লার বাপের বাড়ি থেকে তানভীর তাকে আশুলিয়ার গোকুলনগর এলাকায় নিয়ে এসে বসবাস শুরু করে। গত ২৫শে ডিসেম্বর তারা গ্রেপ্তার হওয়া বাড়িতে ভাড়ায় উঠে।  গ্রেপ্তারকৃত শায়লা শারমিন গাজীপুর জেলার সদর থানার বহরিয়াচালা গ্রামের মো. দুলাল আহমেদের মেয়ে। তার স্বামী তানভীর আহাম্মেদ (২৪) রাজধানীর বনশ্রীর (ব্লক এল) মোহাম্মদ আলীর ছেলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের আইআইটি বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া তানভীর নব্য জেএমবি’র আইটি প্রধান বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের ভাড়া বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় ঢাকা জেলা পুলিশ। সেখান থেকে আটক করা হয় নব্য জেএমবি’র আইটি বিশেষজ্ঞ তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনকে। পাশাপাশি উদ্ধার করা হয় বেশকিছু পেট্রোল বোমা, ৩টি খেলনা পিস্তলসহ বেশকিছু স্বয়ংক্রিয় ডিভাইস। নব্য জেএমবি’র আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান ওই ভাড়া বাসায় থেকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেন বলে জানিয়েছে পুলিশ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status