দেশ বিদেশ

ইউরোলজিক্যাল সার্জনদের দাবি

সকল মেডিকেল কলেজে ইউরোলজির পূর্ণাঙ্গ ইউনিট চাই

স্টাফ রিপোর্টার

১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:০৭ পূর্বাহ্ন

দেশে ক্রমবর্ধমান ইউরোলজি সংক্রান্ত রোগে আক্রান্ত ব্যক্তির তুলনায় চিকিৎসকের এবং চিকিৎসা ব্যবস্থার স্বল্পতা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা দেশের সকল মেডিকেল কলেজে ইউরোলজির পূর্ণাঙ্গ ইউনিট চালু করার সুপারিশ করেন। গত ১১ই জানুয়ারি ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “১৪তম বাউসকন ২০২০”-এ তারা এসব কথা বলেন। বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস আন্তর্জাতিক বৈজ্ঞানিক এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউরোলজি চিকিৎসা বিজ্ঞানের দ্রুত পরিবর্তনশীল ও বিকাশমান একটি শাখা তাই নব উদ্ভাবিত ও প্রতিষ্ঠিত জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অবহিত ও দক্ষ করে তুলতে সরকারি ও বেসরকারিভাবে সঠিক পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন বক্তারা। তারা বলেন, বর্তমানে দেশে ইউরোলজিস্ট এর সংখ্যা মাত্র ৩০০ জন এবং সরকারি হিসাব মতে, বিশেষজ্ঞ ইউরোলজিস্ট এর পদ মাত্র ১১৬টি, যা বিশাল সংখ্যক ইউরোলিজি সংক্রান্ত রোগীর তুলনায় খুবই অপ্রতুল। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশ দ্রুত উন্নতিসাধন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে। মন্ত্রী বলেন, সরকার জনগণের চিকিৎসা চাহিদা পূরণ করতে নতুন অনেক ডাক্তার ও স্বাস্থ্য কর্মী নিয়োগ করেছে। এছাড়াও বিশেষ করে ইউরোলজিসহ বিভিন্ন বিভাগে নতুন চিকিৎসকের পদ সৃষ্টি করেছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, ইউরোলজিক্যাল সার্জনরা দেশের সেবায় এবং তাদের নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ প্রয়াস রাখবেন। অনুষ্ঠানে জন প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সরকার স্বাস্থ্যসেবা ডেলিভারী সিস্টেম উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে, এর মধ্যে ইউরোলজিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে যাতে এসংক্রান্ত রোগীকে কাঙ্ক্ষিত সেবা দেয়া যায়। সভাপতির বক্তব্যে বাউস’র অধ্যাপক ডা. রফিকুল আবেদীন বলেন, উন্নত দেশগুলোর ইউরোলজি চিকিৎসার উৎকর্ষের সঙ্গে দেশের ডাক্তারদের পরিচিত করানো, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের প্রয়াসের অংশ হিসেবেই বাউস এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ক্রমবর্ধমান ইউরোলজি সংক্রান্ত রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বল্পতম সময়ের মধ্যে দেশের সকল মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ ইউরোলজি ইউনিট চালু হবে এবং দেশে তৈরি হওয়া ইউরোলজি জনবলকে জনগণের চিকিৎসা সেবায় কাজে লাগানো সম্ভব হবে। ১৪তম বাউসকন-২০২০ আয়োজনে যৌথভাবে অংশগ্রহণ করেছে ‘ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন অব এশিয়া’, ‘এশিয়া স্কুল অব ইউরোলজি’, ইউরোলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া’ ও সোসাইটি অব ইন্টারন্যাশনাল ইউরোলজি’। প্রতিবেশী দেশ সমূহ থেকে আগত কিছু সংখ্যক ইউরোলজি বিশেষজ্ঞসহ শতাধিক ইউরোলজি চিকিৎসক, সার্জন, শিক্ষার্থী ও সংগঠক এ সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মো. আলী নুর, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলানে, বাউস’র সাধারণ সম্পাদক ডা. মো. শফিকুল আলম চৌধুরী প্রমুখ। দুই দিনব্যাপী এ সম্মেলন রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status