খেলা

যেখানে স্বস্তি দুই নির্বাচকের

স্পোর্টস রিপোর্টার

১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:৪৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু বিপিএল নিয়ে ছিল নানা শঙ্কা। বিশেষ করে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিদের রাখা হয়নি এই বিশেষ আসরে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় দলগুলো পরিচালনা করছে স্পন্সর প্রতিষ্ঠান। তবে ৭ দলের মধ্যে শুধু কুমিল্লা ওয়ারিয়র্সের পুরো নিয়ন্ত্রণ বিসিবির হাতে। নানা বিতর্কিত ঘটনা ও হ-য-ব-র-ল অবস্থা নিয়েই শনিবার শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৪ দিনে শেষ হয়েছে  ৮ ম্যাচ।  যেখানে সবার চোখ ছিল দেশি ক্রিকেটারদের দিকে। জাতীয় দলের দুই নির্বাচকের ভাবনা জুড়েছিল দেশি ক্রিকেটাররা কেমন করেন। বিশেষ করে যারা ইনজুরি কাটিয়ে ফিরেছেন, অথবা ফর্মে নেই এমন ক্রিকেটারদের নিয়ে বড় চিন্তা তাদের। তবে স্বস্তির বিষয় জাতীয় দলের অনেকেই রানের ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রথম দিনেই ফিফটি হাঁকিয়েছেন  মোহাম্মদ মিঠুন, এরপর ইমরুল কায়েস, তামিম ইকবাল, নাঈম শেখ। বোলাররাও কম-বেশি ভালো করেছেন। তাই দুই নির্বাচক প্রথম পর্বে কিছুটা হলেও পেয়েছেন স্বস্তি। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে আসর? এ প্রশ্নে প্রধান নির্বাচক মিনজাজুল আবেদিন নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে রান না হলে তো মুশকিল। এক্সাইটমেন্ট থাকতে হবে এন্টারটেইনমেন্ট থাকতে হবে। যেভাবে খেলা হচ্ছে ১৭০-৮০ রান হচ্ছে, এটা ভালো। সেই হিসেবে বোলারদেরও অনেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো বল করতে হবে। বোলারদের জন্যও কিন্তু হার্ড ওয়ার্ক। যখন একটা টিম ১৭০ করে তখন বোলারদের অনেক বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হয়। একটা দুইটা ম্যাচ গেলে আমার বিশ্বাস যারা ভালো করছে না তারাও ভালো করবে।’
বেশ কিছুদিন থেকেই ফর্মে নেই দেশের সেরা পেসার মোস্তাফিজুর রহমান। তবে প্রধান নির্বাচকের বিশ্বাস এই  পেসার আবারো ঘুরে দাঁড়াবেন। তিনি বলেন, ‘শর্টার ভার্সন ক্রিকেটে দুই-এক ম্যাচের মধ্যে একজন ক্রিকেটারের পারফরম্যান্স পাওয়া খুব কঠিন। এক ওভার পরেই বন্ধ হয়ে যায় বোলিং করা। লঙ্গার ভার্সনে একজন বোলারের সুযোগ অনেক। চিন্তা করলে এই ফরম্যাটের সঙ্গে বিস্তর ফারাক। মোস্তাফিজ যেহেতু অভিজ্ঞ বোলার, আমার বিশ্বাস সে ঘুরে দাঁড়াবে।’ এই বিপিএলে ক্রিকেটারদের এখন পর্যন্ত পারফরম্যান্স  নিয়ে এখনই ঢালাও মন্তব্য করতে রাজি নয় প্রধান নির্বাচক। মিনহাজুল আবেদিন বলেন, ‘মাত্র দুটো-তিনটি ম্যাচ গেছে। এটা নিয়ে আপনি বিচার করতে পারবেন না কে কেমন খেলছে। মিডল অব দ্যা টুর্নামেন্টে না যাওয়া পর্যন্ত আপনি আঁচ করতে পারবেন না পারফরম্যান্সটা কোন দিকে যাচ্ছে।’
বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর এবার লেগ স্পিনারদের দিকে। এখন পর্যন্ত যে কজন লেগস্পিনার খেলেছে তাদের নিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য করতে আপত্তি। তার মতে এত অল্প সময়ে  কোন সিদ্ধান্তে আসা কঠিন। তিনি বলেন, ‘একজন বোলারকে খেলিয়ে এখনই যদি পারফরম্যান্স চান এটা হতে পারে না। একজন প্লেয়ারকে খেলিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এই ফরম্যাটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। সেই চিন্তা করেই একজন লেগ স্পিনারকে সময় দিতে হবে। লেগ স্পিনারকে সময় না দিলে কোনো সময় ভালো করতে পারে না।’
‘পারফরম্যান্স করলে নির্বাচকদের কাজ সহজ হয়’
অন্যদিকে জাতীয় দলের আরেক নির্বাচক হাবিবুল বাশার জানান ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো না হলে  নির্বাচন করা বেশ কঠিন। আর পারফরম্যান্স করলে নির্বাচকদের জন্যও কাজটা সহজ হয়ে যায়। তিনি বলেন, ‘নির্বাচকদের কাজটা কখনোই সহজ নয়, দলের পারফরম্যান্স নাহলে তখন কাজটা আরও কঠিন হয়ে যায়। কারণ সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি দলকে নিয়ে একবছর এগোতে পারেন, বারবার পরিবর্তন করলে আসলে কঠিন। সেক্ষেত্রে  প্লেয়াররা পারফর্ম করলে অবশ্যই দলের জন্য ভালো হয়, সবার জন্য ভালো হয়।’ এছাড়াও সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা থাকলেও বাশার মনে করেন টেস্ট নিয়েও ভাবনা আরো বাড়াতে হবে। তিনি বলেন, ‘২০২০এ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মানে এই নয়  যে আমরা টেস্ট নিয়ে ভাবছি না, আমাদের মাথায় আছে। আমাদের প্রথম পরিচয় আমরা একটা টেস্ট খেলুড়ে দেশ। যেহেতু বিশ্বকাপ সামনে সেক্ষেত্রে একটু বাড়তি ভাবনা থাকে তবে টেস্ট ম্যাচকে এড়িয়ে নয়। অবশ্যই টেস্ট ম্যাচ নিয়ে আমরা অনেক ভাবছি। আর আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ পাকিস্তনের বিপক্ষে টেস্টে ভালো ফর্মে ফিরে আসা। কারণ আমরা যদি এই ভাবে পিছিয়ে যেতে থাকি দেখা যাবে দুই বছর শেষে আমরা নিচের দিকেই আছি (টেস্ট চ্যাম্পিয়নশিপে)।’
এছাড়াও বিপিএলকে ক্রিকেটারদের জন্য বড় প্লাটফর্ম বলেই মনে করেন বাশার। তিনি বলেন, ‘খেলার মধ্যে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সামনে। যত বেশি খেলতে পারবো ততো আমাদের জন্য ভালো। এখন বিপিএল খেলছে এটা অনেক বড় সুযোগ আমাদের জন্য ও খেলোয়াড়দের জন্য নিজেদের তৈরি করা কিংবা দেখা  তারা পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত কিনা বা যারা খেলছেন তারা কেমন খেলছেন।  বিপিএলের পরে তো আমরা আর কোনো টুর্নামেন্ট খেলবো না এ সময়টা দল হিসেবে যত বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি ভালো হবে। এটি আসলে এমন ফরম্যাট অনুশীলন করে নিজেকে  তৈরি করা যায় না। যতবেশি ম্যাচ খেলবেন ততই বোঝা যাবে কোথায় আমরা পিছিয়ে আছি বা উন্নতি করতে হবে।’

বঙ্গবন্ধু বিপিএল তালিকা
দল    ম্যাচ    জয়    হার    পয়েন্ট    নেট রান
রাজশাহী রয়্যালস    ২    ২    ০    ৪    ২.২৯৫
ঢাকা প্লাটুন    ৩    ২    ১    ৪    ০.৪৮৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স    ৩    ২    ১    ৪    -০.৫২৭
খুলনা টাইগার্স    ১    ১    ০    ২    ৩.৩৫৪
কুমিল্লা ওয়ারিয়র্স    ২    ১    ১    ২    ২.১২৫
সিলেট থান্ডার    ৩    ০    ৩    ০    -১.৯৭৯
রংপুর রেঞ্জার্স    ২    ০    ২    ০    -৩.০১
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status