খেলা

সেঞ্চুরি হাঁকিয়ে আবিদ আলীর বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:৪৪ পূর্বাহ্ন

অনেকটা চমক উপহার দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হলো আবিদ আলীর। আর লাহোরের ৩২ বছর বয়সী এ ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে দেখালেন বড় চমক। ব্যাট হাতে গড়লেন বিশ্ব রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি হাঁকালেন আবিদ আলী। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট-ওয়ানডে দুই ফরম্যাটের অভিষেকেই সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন তিনি। গত মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমে ১১২ রান করেন আবিদ। রাওয়ালপিন্ডিতে আবিদের রেকর্ড গড়া ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ান বাবর আজম ও ধনাঞ্জয়া ডি সিলভাও। উভয়েই তুলে নেন শতক। পাকিস্তান প্রথম ইনিংসে ৭০ ওভারে ২৫২/২ তোলার পর ড্র হয় ম্যাচ। এর আগে ধনাঞ্জয়ার অপরাজিত ১০২ রানের সুবাদে ৩০৮/৬ সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
১০ বছর পর পাকিস্তানের মাটিতে আয়োজিত টেস্ট ম্যাচটি নিয়ে সবার যে উৎসাহ ছিল, বৃষ্টি আর আলোকস্বল্পার কারণে সেটি অনেকখানি মিইয়ে যায়। প্রথম দিনে ৬৮.১ ওভার, দ্বিতীয় দিন ১৮.২ ওভার, তৃতীয় দিন মাত্র ৫.২ ওভার মাঠে গড়ায়। চতুর্থ দিন এক বলও খেলা হয়নি। গতকাল পঞ্চম দিনের শুরুতে ধনাঞ্জয়া ডি সিলভা ক্যারিয়ারের ষষ্ঠ শতক পূর্ণ করেন। এরপরই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ১৬৬ বলে ১৫ চারে ১০২ রানের ইনিংসটি সাজান ধনাঞ্জয়া। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদির শিকার ২টি করে উইকেট।
জবাবে দলীয় ৩ রানে শান মাসুদকে (০) হারায় পাকিস্তান। ৯২ রানের জুটি গড়ে বিদায় নেন অধিনায়ক আজহার আলী (৩৬)। তৃতীয় উইকেটে ১৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর-আবিদ। আবিদ ২০১ বলে ১১ বাউন্ডারিতে ১০৯ ও বাবর ১২৮ বলে ১৪ চারে ১০২ রানে অপরাজিত থাকেন। ক্যারিয়ারে ২৩ টেস্টে এটি বাবরের তৃতীয় সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেছেন ১২টি। ম্যাচ সেরা হন আবিদ আলী।
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলঙ্কা, ব্যাটিং
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯৭ ওভারে ৩০৮/৬ ডিক্লে.
পাকিস্তান প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৫২/২
ফল: ম্যাচ ড্র
ম্যাচ সেরা: আবিদ আলী (পাকিস্তান)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status