বাংলারজমিন

নবীগঞ্জ প্রেস ক্লাবের বিরোধের অবসান

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৭:৪৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে প্রেস ক্লাব নিয়ে বিদ্যমান বিরোধের অবসান হয়েছে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলোতে কর্মরত সাংবাদিকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবীগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। ২০১৩ সালে প্রেস ক্লাব গঠন নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বিরোধ নিরসনে হবিগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের নির্দেশনার ভিত্তিতে ৫ সদস্যবিশিষ্ট কমিটি হয়। সদস্যরা হলেন, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম ও এমএ আহমদ আজাদ। ওই কমিটির সদস্যরা একাধিক সভায় মিলিত হয়ে ঐক্যবদ্ধ নবীগঞ্জ প্রেস ক্লাব গঠনের নীতিমালা তৈরি করেন। ৯টি শর্ত বিশিষ্ট ওই অঙ্গীকারনামার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ৫শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে লিপিবদ্ধ করা হয়। তফসিল মোতাবেক মনোনয়ন ফরম সংগ্রহ ১৬ই ডিসেম্বর, মনোনয়নপত্র দাখিল ১৭ই ডিসেম্বর, যাচাই-বাছাই ও প্রত্যাহার ১৮ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টা, ওইদিন বিকাল ৫ ঘটিকায় প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত ঘোষিত হয়। নির্বাচন ২২শে ডিসেম্বর রোববার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিরোধ নিরসন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। সাংবাদিক এমএ আহমদ আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন,আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, ফখরুল ইসলাম চৌধুরী, মো. আলাউদ্দিন, এমএ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, এমএ মুজিবুর রহমান, শাহ সুলতান আহমেদ, কিবরিয়া চৌধুরী, মো. আলমগীর মিয়া, সেলিম তালুকদার, অলিউর রহমান অলি, আকিকুর রহমান সেলিম, মুরাদ আহমদ, নুরুজ্জামান ফারুকী, এটিএম জাকিরুল ইসলাম, এমএ মুহিত, মহিবুর রহমান, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, শওকত আলী,হাবিবুর রহমান চৌধুরী শামীম, মুজাহিদ আলম চৌধুরী, আলী হাছান লিটন, তৌহিদ চৌধুরী ও নাবিদ মিয়া। আয়োজিত সভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশীদ চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকুকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। এছাড়াও তাদের অনুপস্থিতিতে নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করবেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও এমএ আহমদ আজাদ। সভায় দীর্ঘ ৭ বছরের বিরোধ অবসান হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status