খেলা

পার্থে ২৯৬ রানে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৬:২৮ পূর্বাহ্ন

পার্থে গোলাপি বলের লড়াইয়ে নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হারালো অস্ট্রেলিয়া। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। মেলবোর্নে ২৬শে ডিসেম্বর ‘বক্সিং ডে টেস্ট’-এ নামবে প্রতিবেশী দুই দেশ। আজ চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দেয়া ৪৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭১ রানে।
দ্বিতীয় ইনিংসেও স্টার্কের গতিতে নাজেহাল নিউজিল্যান্ড। স্টার্কের এবার নেন ৪ উইকেট। অফস্পিনার নাথান লায়নেরও শিকার ৪ উইকেট। প্যাট কামিন্স নেন ২ উইকেট। তাতে ৬৫. ৩ ওভারেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪০ রান আসে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের ব্যাট থেকে। কলিন ডি গ্র্যান্ডহোম ৩৩, হেনরি নিকোলস ২১, রস টেইলর ২২ ও অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ১৪ রান।
প্রথম ইনিংসে মারনাস লাবুশেনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৪১৬ রান। নিল ওয়াগানার ও টিম সাউদি উভয়েই নেন ৪ উইকেট। জবাবে মিচেল স্টার্কের তোপে নিউজিল্যান্ড অলআউট হয় ১৬৬ রানে। স্টার্কের শিকার ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে লাবুশেন-বার্নসের ফিফটিতে ২১৭/৯ তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। টিম সাউদি ৫ ও ওয়াগনার ৩ উইকেট নেন।
মারনাস লাবুশেন দুই ইনিংস মিলিয়ে ১৯৩ (১৪৩+৫০) রান করলেও ম্যাচ সেরা হয়েছেন ৯ উইকেট নেয়া স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর
টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং
অস্ট্রেলিয়া: ৪১৬ ও ২১৭/৯ ডিক্লে.
নিউজিল্যান্ড: ১৬৬ ও ১৭১
ফল: অস্ট্রেলিয়া ২৯৬ রানে জয়ী
ম্যাচ সেরা: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status