ভারত

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপির শরিক

কলকাতা প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৩:১৯ পূর্বাহ্ন

সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় দুই ডজনের কাছাকাছি পিটিশন জমা পড়েছে। তবে এবার আসামে বিজেপির শরিক আসাম গণ পরিষদ (অগপ) নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানা গেছে। অথদ সংসদে বিল পাশের সময় এই দলটি বিলের পক্ষেই ভোট দিয়েছে। আসামের উত্তপ্ত পরিস্থিতিতে বিজেপি ও অগপ-এর একাধিক নেতা পদত্যাগ করেছেন। বিজেপির শরিক দল অগপও বিক্ষোভকারীদের রোষের মুখে সিদ্ধান্ত পাল্টে কোর্টে যাওয়ার কথা ভাবছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। শনিবার দলের নেতা-মন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের উপর থেকে সমর্থন তুলে নেবে এবং তার বিরুদ্ধে শীর্ষ আদালতে যাবে। গত শুক্রবারই আসামের প্রভাবশালী ছাত্র সংগঠন আসুও বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আসাম বিধানসভার বিরোধী নেতা দেবব্রত শাইকিয়া, বরপেটা থেকে নির্বাচিত সাংসদ আব্দুল খালেক এবং মরিয়ানি থেকে নির্বাচিত বিধায়ক রূপজ্যোতি কুরমিও নতুন আইনকে চ্যলেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন পেশ করেছেন। ইতিমধ্যেই  আসামের বর্ষীয়ান বিজেপি নেতা জগদীশ ভুঁইয়া  শুক্রবার দল থেকে পদত্যাগ করেছেন। আসামের সুপারস্টার অভিনেতা যতীন বরা বৃহস্পতিবারই বিজেপি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসাবে তিনি বলেছেন, সিএবি আমি সমর্থন করি না। আসামের সাধারণ মানুষই আমাকে যতীন বরা করে তুলেছেন, এই বিষয়ে আমি তাদের সঙ্গেই রয়েছি। কিছু দিন আগেই রবি শর্মা নামে আসামের অন্য এক অভিনেতাও এই একই ইস্যুতে বিজেপি থেকে ইস্তফা দিয়েছিলেন। গত কয়েকদিন ধরে আসামে চলা সংশোধিত আইন বিরোধী লড়াই লেখক শিল্পী অভিনেতাদের অংশগ্রহণ সকলের নজর কেড়েছে।
এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে রাজনৈতিক নেতা, সাংসদ থেকে শুরু করে সাবেক আমলা, সাবেক কূটনীতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত তিন দিনে সুপ্রিম কোর্টে দুই ডজনের কাছাকাছি মামলা হয়েছে। নতুন আইনের বিরুদ্ধে প্রথম পিটিশন দাখিল করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। এর পর শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ মহুয়া মৈত্র  ও কংগ্রেসের  পক্ষে জয়রাম রমেশ বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করার দাবিতে পিটিশন জমা দিয়েছেন। এছাড়া পিস পার্টি অব ইন্ডিয়া ও জন অধিকার পার্টির পক্ষ থেকেও পিটিশন জমা দেয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার দেব মুখার্জী, সাবেক আমলা সত্যসুন্দর বুড়া ও অমিতাভ পান্ডে বিলের বিরুদ্ধে পিটিশন দিয়েছেন । তারা বলেছেন, এই নতুন আইনের মাধ্যমে সংবিধানে মূল আদর্শ ধর্মনিরপেক্ষতাকেই নষ্ট ও ধ্বংস করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status