দেশ বিদেশ

শহীদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ অনুসরণ করতে হবে: ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন,শহীদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ অনুসরণ করে উদার, অসাম্প্রদায়িক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, শহীদ গিয়াস উদ্দিন আহমেদের বোন অধ্যাপক সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য রাখেন। ভিসি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের বুদ্ধিজীবীরা অসাম্প্রদায়িক, উদার ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী বাহিনী ও তার দোসররা ১৯৭১সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে তাদের হত্যা করে। এসময় ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, রাজনৈতিক সংকীর্ণতার কারণে বুদ্ধিজীবীরা সম্মান পান না। তিনি বলেন, যে সকল বুদ্ধিজীবী মারা গেছেন আমরা তাদের স্মরণ করছি কিন্তু যে সকল বুদ্ধিজীবিরা এখনও বেঁচে আছেন আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও রাজনৈতিক সংকীর্ণতার কারণে আমরা তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারছি না। নুর বলেন, বুদ্ধিজীবীরা মারা গেলে শহীদ মিনারে গিয়ে আমরা ভুঁড়ি ভুঁড়ি ফুল দিয়ে আসি কিন্তু জীবিত অবস্থায় আমরা তাদের খোঁজ নেই না। আর কোন বুদ্ধিজীবী যদি কোন ভিন্ন আদর্শের হয় তাহলে আমরা তাদের এড়িয়ে চলার চেষ্টা করি। আমাদের উচিত জীবিত বুদ্ধিজীবীদের রাজনৈতিক সংকীর্ণতার উর্ধ্বে গিয়ে সম্মান প্রদর্শন করা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- ভিসি ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন; শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত; বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থান, জগন্নাথ হল স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষপস্তবক অর্পণ; মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষপস্তবক অর্পণ প্রভৃতি। এছাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status